বস্তাভর্তি পোড়া টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কালীঘাটে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় বস্তাভর্তি পোড়া টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালীঘাটের মুখার্জি ঘাট এলাকায়। এদিন বস্তাভর্তি টাকা পাওয়া যাচ্ছে খবরটি শুনেই আশেপাশের এলাকার স্থানীয় লোকেরা ছুটে আসে ।
বস্তা খুলতেই বেড়িয়ে আসে গুচ্ছ গুচ্ছ ১০,২০, ৫০,১০০ টাকার নোট। কিন্তু নোট গুলি সবই পোড়া অবস্থায় পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই সমস্ত টাকাই বাজেয়াপ্ত করে কালীঘাট থানার পুলিশ। কিন্তু এত বিপুল পরিমান টাকা কোথা থেকে এল? কেই বা রেখে গেছে এত টাকা? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে সেই প্রশ্ন।
ঘটনার সূত্রপাত হয় রবিবার বিকেলে। কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া গেলে নেহা তই কৌতুহল বশে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছানোর পর চক্ষু ছানাবড়া হয়ে যায় সকলেই। তাঁরা দেখেন, ঘাটের কাছে পড়েছে একটি বস্তা। আর তাতে ভর্তি ১০, ২০, ৫০, এমনকী, ১০০ টাকার নোট! আগুন জ্বালিয়ে সেই নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। মুখে মুখে খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
এরপর যা হওয়ার, তাই হয়। এলাকায় ভিড় বাড়তে থাকে ক্রমশই। ওই পোড়া নোটের ভিড়ে ভাল টাকা কুড়নোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বেশ টাকাও ঢুকিয়ে নেন নিজের পকেট। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে কালীঘাট থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত হয় রবিবার বিকেলে। কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া গেলে নেহা তই কৌতুহল বশে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছানোর পর চক্ষু ছানাবড়া হয়ে যায় সকলেই। তাঁরা দেখেন, ঘাটের কাছে পড়েছে একটি বস্তা। আর তাতে ভর্তি ১০, ২০, ৫০, এমনকী, ১০০ টাকার নোট! আগুন জ্বালিয়ে সেই নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। মুখে মুখে খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
এরপর যা হওয়ার, তাই হয়। এলাকায় ভিড় বাড়তে থাকে ক্রমশই। ওই পোড়া নোটের ভিড়ে ভাল টাকা কুড়নোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বেশ টাকাও ঢুকিয়ে নেন নিজের পকেট। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে কালীঘাট থানার পুলিশ।
More News:
6th March 2021
6th March 2021
ভারতী বনাম হূমায়ন, ডেবরার মাঠে ভোটযুদ্ধে দুই প্রাক্তন আইপিএস
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment