মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও ধর্মঘটে অনড় বাস মালিকেরা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সকালেই জানা গিয়েছিল সমস্যা মেটাতে বৈঠকে বসতে চলেছেন খোদ রাজ্যের মুখ্যসচিব। বিকালে জানা গেল সেই বৈঠকের পরেও সমস্যার সমাধান হয়নি। রাজ্যবাসীকে চলতি মাসের শেষদিকে টানা ৩দিন বেসরকারি বাস ধর্মঘটের মুখে পড়তেই হতে পারে যদি না কলকাতা হাইকোর্ট কোনও আপাতকালীন রায় না দেয় তো। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি লাগাতার ৩ দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকদের ৫টি সংগঠনের যৌথমঞ্চ। সেই ধর্মঘটের জেরে আমজনতার ভোগান্তি ঠেকাতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আগামীকাল বা বুধবার এই মামলার শুনানি হতে পারে। তার আগে এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ধর্মঘটী বাস মালিকদের ডেকেছিলেন বৈঠকে। মনে করা হয়েছিল এই বৈঠকে হয়তো বার হয়ে আসতে পারে কোনও সমাধান সূত্র। কিন্তু তা বার হল না। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও ধর্মঘটী বাস মালিকেরা জানিয়ে দিলেন বাস ধর্মঘট হচ্ছেই।
মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস, ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশন লাগাতার ৩ দিনের এই বাস ধর্মঘটের ডাক দিয়েছে। তাঁদের বক্তব্য, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। সেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে বাস ভাড়ার কোনও সামঞ্জস্যই নেই। তাই ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে। অর্থাৎ বাসে পা রাখলেই যাত্রীদের গুণতে হবে ৭ টাকার পরিবর্তে ১৪টাকা। যদিও বাস মালিকদের এই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। এর আগেও তা রাজ্যের তরফে বাস মালিকদের জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও এদিন মুখ্যসচিব বাস মালিকদের বৈঠকে ডেকেছিলেন যাতে কোনও সমাধান সূত্র বার হয়।
এদিন বিকেল ৩টেয় পরিবহন দফতরের ময়দান টেন্টে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন পরিবহন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাও। সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্য সরকারকে কয়েকদফা প্রস্তাব দিয়েছেন বাসমালিকরা। তার মধ্যে অন্যতম হল বাস ও মিনিবাসের নূন্যতম ভাড়া ১৪টাকা করতে হবে। আর এই সব প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করার সময়ও রাজ্যকে দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারির আগে আরও একদফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দুই পক্ষের মধ্যে। তবে এদিন বৈঠক শেষে বাস মালিকেরা জানিয়ে দিয়েছেন বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বার হয়নি। তাই তাঁরাও ধর্মঘটের রাস্তা থেকে সরে আসছেন না। ধর্মঘট হচ্ছেই।
মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস, ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশন লাগাতার ৩ দিনের এই বাস ধর্মঘটের ডাক দিয়েছে। তাঁদের বক্তব্য, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। সেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে বাস ভাড়ার কোনও সামঞ্জস্যই নেই। তাই ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে। অর্থাৎ বাসে পা রাখলেই যাত্রীদের গুণতে হবে ৭ টাকার পরিবর্তে ১৪টাকা। যদিও বাস মালিকদের এই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। এর আগেও তা রাজ্যের তরফে বাস মালিকদের জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও এদিন মুখ্যসচিব বাস মালিকদের বৈঠকে ডেকেছিলেন যাতে কোনও সমাধান সূত্র বার হয়।
এদিন বিকেল ৩টেয় পরিবহন দফতরের ময়দান টেন্টে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন পরিবহন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাও। সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্য সরকারকে কয়েকদফা প্রস্তাব দিয়েছেন বাসমালিকরা। তার মধ্যে অন্যতম হল বাস ও মিনিবাসের নূন্যতম ভাড়া ১৪টাকা করতে হবে। আর এই সব প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করার সময়ও রাজ্যকে দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারির আগে আরও একদফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দুই পক্ষের মধ্যে। তবে এদিন বৈঠক শেষে বাস মালিকেরা জানিয়ে দিয়েছেন বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র বার হয়নি। তাই তাঁরাও ধর্মঘটের রাস্তা থেকে সরে আসছেন না। ধর্মঘট হচ্ছেই।
More News:
26th February 2021
বাংলার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা কমিশনের, ৮ দফা নিয়ে তীব্র আক্রমণ মমতার
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
Leave A Comment