এই মুহূর্তে




আরজি করের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন, শিয়ালদহ আদালতে যেতে বলল হাইকোর্ট




নিজস্ব প্রতিনিধি : আরজি করের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার সেই মামলা গেল শিয়ালদহ কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন মামলা উঠলে, আবেদনকারী তথা নির্যাতিতার মা-বাবাকে শিয়ালদহ এসিজেএম আদালতে যাওয়ার পরামর্শ দেয় হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশ, আবেদন জমা পড়ার ৪৮ ঘন্টার মধ্যে নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনাস্থল দেখার জন্য নির্যাতিতার আইনজীবীর সঙ্গে কতজন হাজির থাকতে পারবেন সেই বিষয়েও জানাতে হবে। রাজ্য যদি এই মামলায় যুক্ত হতে চায়, সেই বিষয়টিও বিবেচনা করবে শিয়ালদহ এসিজেএম আদালত।

নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, শুধু ঘটনাস্থল  সেমিনার রুম নয়, তার বাইরে ও আশপাশের জায়গা একবার দেখতে চাওয়ার জন্য আবেদন করা হয়েছে। আরজি করের মত স্পর্শকাতর ঘটনার কারণেই অনুমতির জন্য আবেদন। সেখানে সিআরপিএফ নিরাপত্তাও রয়েছে। নির্যাতিতা চিকিৎসকের পরিবার হাই কোর্টে আবেদনে বলেছিলেন, মেয়ের উপর যে নির্যাতন হয়েছে, তার প্রেক্ষিতে একবার ঘটনাস্থলটি সামনে থেকে দেখতে চান। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকায় আদালতের কাছে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হয়, নতুন করে মামলা হবে কিনা, সেই বিষয়ে আদালত আগে সিদ্ধান্ত নিক। সিবিআই-র আইনজীবীর কথা, ঘটনাস্থলে নির্যাতিতাপ পরিবার যেতে চাইলে তাঁদের আপত্তি নেই।

গত বছর অগস্টে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ করে খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। এরপরে গোটা রাজ্যের পাশাপাশি দেশ এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের আগুন। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ধৃতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি, কবে থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ