এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আদালতের নির্দেশে আচার্য ভবনের দরজা খুলল, ফিরলেন সচিব

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(SSC) সচিব এদিন সল্টলেকে এসএসসি’র কার্যালয় আচার্য ভবনে(Acharya Bhawan) ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন। কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) বুধবার মধ্যরাতে যে নির্দেশ জারী করে সেই নির্দেশবলেই ওই ভবন এখন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ(CRPF)। তাঁরাই সচিবকে ঢুকতে বাধা দেন। অথচ আদালতের নির্দেশ ছিল সচিবকে সকাল ১০টার মধ্যে এসএসসি ভবনে কারা কারা এসেছে বা ঢুকছে তার সিসিটিভি ফুটেজ এনে জমা দিতে হবে আদালতে। কিন্তু সিআরপিএফ সচিবকে ঢুকতে বাধা দেওয়ায় আদালতের সেই নির্দেশ মানতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের সচিব। বিষয়টি আদালতের নজরে আনেন মূল মামলার আবেদনকারীরা। তার জেরেই বুধবার রাতের নির্দেশে কিছু বদল আনে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন নির্দেশ জারি করে জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, চেয়ারম্যানের উপদেষ্টা, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিটেন্ট সেক্রেটারিরা ঢুকতে পারবেন আচার্য সদনে যা এসএসসি’র কার্যালয়। এ ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না।

বৃহস্পতিবার বেলার দিকে এসএসসি-র আইনজীবীও আদালতকে জানান, সচিবকে সকালে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। এখন আদালতের নতুন নির্দেশ মতো তিনি অফিসে যাবেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন এবং এদিনই দুপুর ৩টের মধ্যে সেই ফুটেজ তিনি আদালতে জমা দেবেন। দুপুর ৩টে থেকে ফের এদিন মূল মামলার শুনানি শুরু হবে। গতকাল রাতেই কার্যত আচার্য ভবনের দখল নিয়েছে সিআরপিএফ। তবে সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফ প্রত্যাহারের আবেদন নিয়ে এদিন ডিভিশন বেঞ্চে যাচ্ছে কমিশনও। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনায় মন্ত্রী হাইকোর্টের রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে মেল করে আর্জি জানিয়ে বলেন, এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় দ্রুত শুনানি সারতে। তারপরেই জানা গিয়েছে, এদিন দুপুরেই বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবার আদালতের নির্দেশ সত্ত্বেও পরেশচন্দ্র অধিকারী সিবিআইয়ের(CBI) কাছে হাজিরা না দেওয়ায় তাঁকে এবার আদালত অবমাননার নোটিস পাঠানোর জন্য সিবিআইকে এদিন নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারী নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি যোগ্য প্রার্থীকে ডিঙিয়ে চাকরি পেয়েছেন। মঙ্গলবার আদালতে এই সম্পর্কিত তথ্য জানিয়েছিলেন এসএসসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার পরেই আদালত মঙ্গলবার রাত আটটায় পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ জারি করে। কিন্তু সেই সময় পরেশ নিজের নির্বাচনী কেন্দ্র কোচবিহারের মেখলিগঞ্জে থাকায় হাজির হতে পারেননি। মেয়েকে নিয়ে তড়িঘড়ি সেদিন রাতেই তিনি কলকাতা উদ্দেশে রওনা দেন। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চাপেন মন্ত্রী। বুধবার ভোররাতে বর্ধমান স্টেশনে নামেন। স্টেশন থেকে বর্ধমান সার্কিট হাউসে পৌঁছলেও গতকাল বিকেল থেকে আর কোনও পাত্তা পাওয়া যায়নি শিক্ষা প্রতিমন্ত্রীর। বৃহস্পতিবার সকালেও তাঁর কোনও খোঁজ মেলেনি। উলেক্ষ্য সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়াতে পরেশ গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন। কিন্তু বেঞ্চ সেই আবেদন শুনতে অস্বীকার করে। মনে করা হচ্ছে, আদালতে ধাক্কা খেয়েই এখন গা ঢাকা দিয়েছেন পরেশ ও তাঁর মেয়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর