এই মুহূর্তে




মন্দারমণিতে হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি




নিজস্ব প্রতিনিধি : এখনই ভাঙা যাবে না মন্দারমণির কোনও হোটেল। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।

শুক্রবার মন্দারমণির হোটেল ভাঙা বিষয়ে মামলা ছিল। পরিবেশ আদালতের নির্দেশে  মন্দারমণিতে ১৪০টি হোটেল, রেস্তোরাঁ ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু এই নিয়ে হোটেল মালিকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা দায়ের হওয়ায় হোটেল ভাঙার কাজ শুরু হয়নি। এই মামলায় কেন্দ্রের কাছে কয়েকটি বিষয় জানতে চেয়েছে আদালত। কিন্তু কেন্দ্রের উত্তরে অসন্তুষ্ট হাইকোর্ট। তারপরেই বিচারপতি অমৃতা সিং (Amrita singh)  জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত হোটেল ভাঙার সিদ্ধান্ত স্থগিত থাকবে।

কেন্দ্রের কাছে বিচারপতি জানতে চেয়েছেন, সমুদ্র কোস্টাল রেগুলেশন জোন-য় (coastal regulation zone) কত দূর পর্যন্ত স্থায়ী নির্মাণ করা যায় না? আইন মেনে এই এলাকায় হোটেল চালানো সম্ভব কি না? কিন্তু কেন্দ্রের উত্তরে অসন্তুষ্ট আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর। এরপরেই স্পষ্ট হয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত মন্দামণির কোনো হোটেল ভাঙা হবে না।

জাতীয় পরিবেশ আদালত মন্দারমণিতে সৈকত লাগোয়া এলাকার প্রায় ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল। তাঁদের অভিযোগ, বেআইনি ভাবে ওই হোটেলগুলি তৈরি হয়েছে। সেগুলো বেআইনিভাবেই চলছে। পরিবেশ আদালতের নির্দেশ মেনে সেগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েক জন হোটেল মালিক। সেই মামলার ভিত্তিতেই জেলাশাসকের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

যখন নবান্ন অভিযান করেন পুলিশ অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে,সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ