এই মুহূর্তে




বড় ধাক্কা সন্দীপের, দুর্নীতি তদন্তের দায়িত্ব সিবিআইকে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: হাতের ৫টা আঙুল সমান হয় না। মানুষের দিনও কারও সমান যায় না। সেই চরম বাস্তবতার মুখোমুখি সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) প্রাক্তন এই অধ্যক্ষ(Former Principal) এখন সেই হাসপাতালেরই এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়(Doctor Rape and Murder Case) একের পর এক তদন্তের মুখোমুখি হচ্ছেন। দিন কয় আগে তিনি সুখের মুখ দেখেছিলেন। আদালত তাঁকে এবং তাঁর পরিবারকে দিয়েছিল পুলিশি নিরাপত্তা। কিন্তু এদিন সেই আদালতই তাঁকে নতুন করে সিবিআই তদন্তের(CBI Enquiry) মুখে দাঁড় করিয়ে দিল। আর জি কর হাসপাতালের দুর্নীতির তদন্তের দায়িত্ব আদালত তুলে দিল সিবিআইয়ের হাতে। এখন দেখার সন্দীপ গ্রেফতার হন, নাকি এখনকার মতো মুক্ত হয়েই ঘুরে বেড়ান।

আরও পড়ুন, বন্যপ্রাণ বাঁচাতে উত্তরবঙ্গের বনাঞ্চল জুড়ে রেলপথে কার্যকর হচ্ছে IDS

সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে দফায় দফায় আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর সেই আমলে হাসপাতালের আর্থিক দুর্নীতির(Financial Corruption in R G Kar)অভিযোগও এখন সামনে চলে এসেছে। সেই সব অভিযোগের মধ্যে অন্যতম ছিল মৃতদেহ পাচার ও বিক্রির অভিযোগ। সেই অভিযোগ আবার সামনে আনেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) এই নিয়ে মামলা দায়ের করেছিলেন সন্দীপের বিরুদ্ধে। চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED সেই ঘটনার তদন্ত করুক। সেই মামলা এদিন উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। যদিও এই অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকার তা তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী দল বা Special Investigating Team বা SIT গঠন করেছিল। কিন্তু এদিন আদালত জানিয়ে দিয়েছে, আর জি কর হাসপাতালে সন্দীপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করবে CBI।

আরও পড়ুন, সুপ্রিম নির্দেশ মেনে OBC মামলায় হলফনামা দাখিল রাজ্যের

এদিন মামলাটি আদালতে শুনানির জন্য উঠলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যের তরফে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা SIT’র তদন্তের বিষয়টি খারিজ করে দেন। পরিবর্তে জানিয়ে দেন, মামলার তদন্ত করবে CBI। আগামী শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে CBI’র হাতে নথি হস্তান্তর করতে বলা হয়েছে SIT-কে। তিন সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে CBI-কে। তবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সন্দীপ হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে আপিল করেছেন। তাঁর দাবি, মামলার শুনানিকালে তাঁকে কোনও কথা বলতেই দেওয়া হয়নি। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। সেই কথা শুনে ডিভিশন বেঞ্চ পাল্টা জানায়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি এনে জমা দিতে হবে ডিভিশন বেঞ্চে। সেই কপি দেখে তবেই বেঞ্চ সিদ্ধান্ত নেবে এই মামলা তাঁরা গ্রহণ করবেন, কী করবেন না। তবে আইনজীবীদের মতে এদিনের মধ্যে সেই কপি জমা দেওয়া খুবই কঠিন।

আরও পড়ুন, সঞ্জয়ের হয়ে আইনি লড়াই লড়বেন আইনজীবী কবিতা সরকার

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপের ভূমিকা নিয়ে। এদিন তাঁর বিরুদ্ধে মামলার শুনানির পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানিয়ে দেয়, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে। ঘটনাচক্রে এদিনই আবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দফতরের OSD পদ দেওয়া হয়েছে, এই মর্মে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল। সন্দীপ বর্তমানে ছুটিতে আছেন। তাঁকে OSD পদে নিয়োগ করাও হয়নি। সন্দীপকে OSD পদে নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকাও জারি হয়নি। এই সংক্রান্ত যা তথ্য ছড়িয়েছে তা একেবারে ভিত্তিহীন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর