এই মুহূর্তে




পুলিশকে বলছে ‘খলিস্তানি’! ‘কঠোর আইনানুগ ব্যবস্থা নেব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Courtesy - Twitter




নিজস্ব প্রতিনিধি: ছেড়ে কথা বলা হবে না কাউকে। তিনি বলেনও না। দোষী ব্যক্তির রঙ না দেখে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিতে বিন্দুমাত্র পিছু পা হন না তিনি। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের পুলিশমন্ত্রী হওয়ার সুবাদেও আপদে বিপদে পুলিশের পাশে দাঁড়াতে যেমন তিনি পিছুপা হন না, তেমনি দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও সামান্য বিচলিত হন না তিনি। এই কারণে তিনি নিজেই বলেন, ‘আমি খুব রাফ অ্যান্ড ট্যাফ’। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ মঙ্গলবার আবারও তাঁকে দেখা গেল রাজ্যেরই এক শিখ পুলিশ আধিকারিকের(Sikh Police Officer) পাশে দাঁড়াতে। জসপ্রিত সিং(Jaspreet Singh) নামে ওই পুলিশ আধিকারিককে এদিন গেরুয়া বাহিনী ‘খলিস্তানি’(Khalistani) বলে আক্রমণ করায় সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন, এই ঘটনার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

এদিন উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে(Sandeshkhali) গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপির একটি প্রতিনিধি দল এদিন ছিল। কিন্তু সন্দেশখালি ঢোকার আগে ধামাখালিতে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। তার জেরে পুলিশের সঙ্গে চরম বিরোধ বাধে বিজেপি দলের প্রতিনিধিদের। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে সেই সময় তুলুল বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের ব্যারিকেডের মাঝে তখন মাথায় পাগড়ি পড়ে ডিউটি করছিলেন জসপ্রিত সিং। সংবাদ মাধ্যমের সামনে সেই সময় তাঁকে ‘খালিস্তানি’ বলে বিজেপি(BJP) থেকে কটাক্ষ করা হয়। জসপ্রিত সেই ঘটনার প্রতিবাদ জানান সংবাদমাধ্যমেরই সামনে। ভিডিয়োতে দেখা গিয়েছে জসপ্রিত বিজেপির প্রতিনিধি দলকে বলছেন, ‘আমার মাথায় পাগড়ি আছে বলে আমায় খালিস্তানি বলছেন? আমাকে খালিস্তানি কেন বলছেন? আমি কি খালিস্তানি? এই মনোভাব আপনাদের?’ এমনকি, তাঁকে এরকম বলার জন্য তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান।

সেই ঘটনার ভিডিও এদিন ট্যুইটারে নিজের অ্যাকাউন্টে তুলে ধরে ঘটনার তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানান, ‘আজ, বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমানা অতিক্রম করেছে। বিজেপির কাছে পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তিই খালিস্তানি? আমি আমাদের শিখ ভাই ও বোনদের খ্যাতি ক্ষুন্ন করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই, আমাদের জাতির প্রতি তাঁদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য সম্মানিত। আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে রয়েছি এবং এটিকে ব্যাহত করার যে কোন প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় মমতার উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরির উদ্যোগকে স্বাগত জানাল অখিল ভারত হিন্দু মহাসভা

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর