তিনদিনের বাস ধর্মঘট নিয়ে এবার জনস্বার্থ মামলা হাইকোর্টে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, কালীপুজো, গঙ্গাসাগর নিয়ে জনস্বার্থ মামলার পরে এবার পালা বাস ধর্মঘটের। অবশ্যই কলকাতা হাইকোর্টে। এবার বাস ধর্মঘটের বিরোধিতায় হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সেই মামলা য়াবার দায়ের করলেন এক আইনজীবী। মামলা গৃহীত হলে আগামী সপ্তাহের শুরুর দিকেই এই মামলার শুনানী হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এটাও মনে করা হচ্ছে হাইকোর্ট কখনই বাস ধর্মঘটের স্বপক্ষে কোনও রায় দেবে না। তাই চলতি মাসের শেষ দিকে যে বাস ধর্মঘটের ডাক দিয়েছে ৫টি বেসরকারি বাস মালিকদের সংগঠন তাতে সম্ভবত দাঁড়ি পড়তে চলেছে। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারকে ভাড়া বাড়ানো নিয়ে কোনও নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট।
পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে টানা ৭২ ঘণ্টা বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে ৫টি বেসরকারি বাস মালিকদের সংগঠন। আগামী ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই ৫টি বাস মালিকদের সংগঠন। কিন্তু এবার সেই ধর্মঘটের বিরোধিতায় দায়ের হল মামলা, যা কেউ কল্পনাতেও ভাবেননি। কারন এর আগে এই রাজ্যে একাধিকবার এই রকম নানা দাবিদাওয়ার দাবিতে বাস বন্ধ করে ধর্মঘটের পথে হেঁটেছেন বাস মালিকদের সংগঠনগুলি। তার জেরে আমজনতাকে ভোগান্তির মধ্যেও পড়তে হয়েছে। কিন্তু আর আগে তা নিয়ে কেউ কোনও জনস্বার্থ মামলা দায়ের করেননি কলকাতা হাইকোর্টে। কিন্তু এবার সেই মামলা দায়ের হয়েছে। এবারে ধর্মঘট ডাকা হয়েছে পাঁচটি পরিবহণ সংগঠনের যৌথ মঞ্চের তরফে। ডিজেলের উপর থেকে কেন্দ্র অন্য সব কর ও সেজ তুলে নিলে জিএসটি বসিয়ে দিক, তাতে ডিজেলের দাম অনেকটাই কমবে, এমনটাই দাবি ওই মঞ্চের। সঙ্গে আছে বাস ভাড়া বাড়ানোর দাবি।
লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল সরকার ও বেসরকারি বাস। করোনা আতঙ্কে গৃহবন্দী থাকতে হয়েছিল আমজনতাকে। তবে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। জনজীবন একেবারেই স্বাভাবিক। ফের রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস ও মিনিবাস। কিন্তু ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তত তেমনই দাবি বাস মালিকদের। তাই ন্যূনতম ৭ টাকা ভাড়ার বদলে তাঁরা নূন্যতম ১৪টাকা বাস ভাড়া করার দাবি তুলেছেন তাঁরা। যদিও এখন অনেকেই মনে করছেন, বল আপাতত কলকাতা হাইকোর্টের এজলাসে। তাই আদালত এই বিষয়ে যে রায়ই দিক না কেন তা সবাইকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে একদিকে যেমন ধর্মঘট না হওয়ার সম্ভাবনা থাকছে তেমনি বাস ভাড়া বাড়ার সম্ভাবনাও থাকছে।
পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে টানা ৭২ ঘণ্টা বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে ৫টি বেসরকারি বাস মালিকদের সংগঠন। আগামী ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই ৫টি বাস মালিকদের সংগঠন। কিন্তু এবার সেই ধর্মঘটের বিরোধিতায় দায়ের হল মামলা, যা কেউ কল্পনাতেও ভাবেননি। কারন এর আগে এই রাজ্যে একাধিকবার এই রকম নানা দাবিদাওয়ার দাবিতে বাস বন্ধ করে ধর্মঘটের পথে হেঁটেছেন বাস মালিকদের সংগঠনগুলি। তার জেরে আমজনতাকে ভোগান্তির মধ্যেও পড়তে হয়েছে। কিন্তু আর আগে তা নিয়ে কেউ কোনও জনস্বার্থ মামলা দায়ের করেননি কলকাতা হাইকোর্টে। কিন্তু এবার সেই মামলা দায়ের হয়েছে। এবারে ধর্মঘট ডাকা হয়েছে পাঁচটি পরিবহণ সংগঠনের যৌথ মঞ্চের তরফে। ডিজেলের উপর থেকে কেন্দ্র অন্য সব কর ও সেজ তুলে নিলে জিএসটি বসিয়ে দিক, তাতে ডিজেলের দাম অনেকটাই কমবে, এমনটাই দাবি ওই মঞ্চের। সঙ্গে আছে বাস ভাড়া বাড়ানোর দাবি।
লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল সরকার ও বেসরকারি বাস। করোনা আতঙ্কে গৃহবন্দী থাকতে হয়েছিল আমজনতাকে। তবে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। জনজীবন একেবারেই স্বাভাবিক। ফের রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস ও মিনিবাস। কিন্তু ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তত তেমনই দাবি বাস মালিকদের। তাই ন্যূনতম ৭ টাকা ভাড়ার বদলে তাঁরা নূন্যতম ১৪টাকা বাস ভাড়া করার দাবি তুলেছেন তাঁরা। যদিও এখন অনেকেই মনে করছেন, বল আপাতত কলকাতা হাইকোর্টের এজলাসে। তাই আদালত এই বিষয়ে যে রায়ই দিক না কেন তা সবাইকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে একদিকে যেমন ধর্মঘট না হওয়ার সম্ভাবনা থাকছে তেমনি বাস ভাড়া বাড়ার সম্ভাবনাও থাকছে।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
সল্টলেকে চালু হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র! মিলবে একগুচ্ছ পরিষেবা
Leave A Comment