এই মুহূর্তে

এসএসসি গ্রুপ সি মামলায় এসপি সিনহা সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি: এসএসসি (ssc) মামলায় নতুন এফআইআর দায়ের করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় দায়ের করে এফআইআর। প্রাক্তন এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান এসপি সিনহা সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একাধিক ধারায় হয়েছে মামলা রুজু। এর মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারাও। শনিবার দায়ের করা হয়েছে এফআইআর। 

শনিবার  ৫ টি ধারায় এফআইআর করা হয়। অভিযোগ দায়ের করা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, সমর আচার্য সহ ৫ জনের বিরুদ্ধে। ৩৪, ১২০ (বি), ৪১৭, ৪৬৫ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ৪৬৮ ধারাতেও করা হয়েছে অভিযোগ।  এই সমস্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এসএসসি নিয়োগ মামলার কেসে। এই মামলা গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত। 

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় গত বৃহস্পতিবার শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীকে সাড়ে ৩ ঘণ্টা জেরা করেছিল সিবিআই (CBI)। ফের তাঁকে শুক্রবার তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুক্রবার তাঁকে জেরা করা হয় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা। এই মামলা শিক্ষক- শিক্ষিকা নিয়োগে দুর্নীতি সংক্রান্ত। 

সকাল ১১ টা থেকে তাঁকে জেরা শুরু করে সিবিআই। এসএসসি (SSC) দুর্নীতি মামলায় জেরা করা হয় তাঁকে। শুক্রবার দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে তিনি বেরিয়ে আসেন নিজাম প্যালেস থেকে। 

সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ তিনি সিবিআই দফতর থেকে বেরিয়ে এই বিষয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁর মেয়ে অঙ্কিতা কী করে চাকরি পেলেন? এর পেছনে কার কার প্রভাব রয়েছে।

উল্লেখ্য শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা। সেই সঙ্গে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন। সেই টাকা ১ বা ২ মাসের নয় টানা ৪১ মাসের। নেহাত কম নয় সেই টাকার পরিমাণ। গত ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। মানে টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা। সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ২ টি কিস্তিতে। রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেওয়া অঙ্কিতার প্রতি বিচারকের নির্দেশ আগামী ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় কিস্তি মিটিয়ে দিতে হবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারকের নির্দেশ, আর স্কুল চত্বরে ঢুকতে পারবেন না, তিনি বা তাঁর প্রতিনিধি।  নিজেকে সহকারী শিক্ষিকা হিসেবেও পরিচয় দিতে পারবেন না তিনি।

এরপর শনিবার ফের পরেশ অধিকারীকে তলব করে সিবিআই। তিনি হাজিরাও দিয়েছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর