দেড়ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেকের বাড়ি থেকে বেরোল সিবিআই
Share Link:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড়ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেকের বাড়ি থেকে বেরোল সিবিআই আধিকারিকরা। কয়লা পাচার কাণ্ডে সাংসদ অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে।
কয়লা পাচার কাণ্ডে, মূলত ব্যাঙ্ককের অ্যাকাউন্টের লেনদেনের একটি তথ্য পেয়েছে সিবিআই। সেই
বিষয়েই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের প্রথমে সাধারণ কিছু প্রশ্ন করেন সিবিআই অফিসাররা। তারপরেই ব্যাঙ্ককের ব্যাঙ্কের ডিটেইলস নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন রুজিরা। এখন এটাই দেখার রুজিরার জবাবে কতটা সন্তুষ্ট হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
সূত্রের খবর, অভিষেক ব্যানার্জীর হরিশ চ্যাটার্জীর শান্তিনিকেতনের বাড়ি থেকে আপাতত নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআই-এর আট সদস্যের বিশেষ দল। সেখানে গিয়ে দুপুরের লাঞ্চের পর নিজাম প্যালেসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রুজিরার বয়ান রিভিউ করবেন বলে জানা গিয়েছে। তারপরেই তাঁরা আজকের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট কিনা ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেবেন সেই বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিষেকের পত্নী রুজিরা বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। রুজিরা বারবার জানিয়েছেন কিছুই জানি না, বলতে পারব না। তাই আজকের জিজ্ঞাসাবাদে মতেই সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকেরা।
এদিন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস। এছাড়া অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার ছাড়াও ছিলেন ডিএসপি মর্যাদার দুই মহিলা অফিসার। রুজিরার সময় মতোই তাঁর বাড়িতে সকাল বেলায় হাজির হন তদন্তকারী অফিসাররা। রুজিরার দেওয়া সমস্ত বয়ান লিখিত ও রেকর্ড আকারে নিয়েছেন সিবিআই অফিসাররা, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
কয়লা পাচার কাণ্ডে, মূলত ব্যাঙ্ককের অ্যাকাউন্টের লেনদেনের একটি তথ্য পেয়েছে সিবিআই। সেই
বিষয়েই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের প্রথমে সাধারণ কিছু প্রশ্ন করেন সিবিআই অফিসাররা। তারপরেই ব্যাঙ্ককের ব্যাঙ্কের ডিটেইলস নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন রুজিরা। এখন এটাই দেখার রুজিরার জবাবে কতটা সন্তুষ্ট হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
সূত্রের খবর, অভিষেক ব্যানার্জীর হরিশ চ্যাটার্জীর শান্তিনিকেতনের বাড়ি থেকে আপাতত নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআই-এর আট সদস্যের বিশেষ দল। সেখানে গিয়ে দুপুরের লাঞ্চের পর নিজাম প্যালেসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রুজিরার বয়ান রিভিউ করবেন বলে জানা গিয়েছে। তারপরেই তাঁরা আজকের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট কিনা ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেবেন সেই বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিষেকের পত্নী রুজিরা বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। রুজিরা বারবার জানিয়েছেন কিছুই জানি না, বলতে পারব না। তাই আজকের জিজ্ঞাসাবাদে মতেই সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকেরা।
এদিন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস। এছাড়া অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার ছাড়াও ছিলেন ডিএসপি মর্যাদার দুই মহিলা অফিসার। রুজিরার সময় মতোই তাঁর বাড়িতে সকাল বেলায় হাজির হন তদন্তকারী অফিসাররা। রুজিরার দেওয়া সমস্ত বয়ান লিখিত ও রেকর্ড আকারে নিয়েছেন সিবিআই অফিসাররা, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
More News:
26th February 2021
বাংলার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা কমিশনের, ৮ দফা নিয়ে তীব্র আক্রমণ মমতার
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
কুঁদঘাট কাণ্ডে ৫ লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের! হচ্ছে তদন্তও
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
সকালের পুজোয় অভিষেক, বিকালেই কী প্রার্থী ঘোষণা! ছড়ালো জল্পনা
26th February 2021
Leave A Comment