এই মুহূর্তে




পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা CBI-এর




নিজস্ব প্রতিনিধি : ফের বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টে সিবিআই- লিখিত বক্তব্য জমা করেছেন। সিবিআই-র বক্তব্যের পাল্টা জবাবও জামা দেবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

জানা গিয়েছে, বার বার জামিনের আবেদন করলেো কোনও না কোনো কারণে তা আটকে যাচ্ছে। এবার ফের তাঁর জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই-র বক্তব্যের পাল্টা জবাব দিতে প্রস্তুত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। লিখিত আকারে সেই জবাব জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছেন তাঁরা। আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় গ্রেফতার হওয়ার বাকিরা জামিনে বাইরে রয়েছেন। কিন্তু জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাথমিক নিয়োগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। কিন্তু সিবিআই-র মামলায় মেলেনি জামিন।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ২০২২ সালে। প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা যে চার্জশিট জমা দিয়েছে, তার ছত্রে ছত্রে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। প্রাথমিকে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলা এখনও চলছে। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১১ জন। তার মধ্যে  ইতিমধ্যেই কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। শুধু পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছিল, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রথযাত্রার দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর

শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খানকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কালীগঞ্জে নাবালিকার মৃত্যু, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

৯ বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার, কী নিয়ে আলোচনা?

বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙার ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ে মানুষকে ধন্যবাদ মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ