গরু পাচারকাণ্ডে এবারে সিবিআইয়ের নজরে এনামূলের ৩ ভাই
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা সিবিআইয়ের বিরুদ্ধে। কারন অভিযোগ রাজ্য পুলিশের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর আগে রাজ্য সরকারের সন্মতি নেননি তাঁরা। তার জেরে কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে তার মানে এই নয় যে তাঁরা, মানে সিবিআই হাত গুটিয়ে বসে থাকবে। তাই গরু পাচার কাণ্ডে এবার এনামূলের তিন আত্মীয়কে নোটিস পাঠাল সিবিআই। শনিবারই তাঁদের নোটিস পাঠানো হয়। যদিও সূত্রের খবর, তিনজনই পলাতক। তাঁরা দেশের বাইরে বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁদের নোটিস গিয়েছে এনামূলের ম্যানেজারের কাছে। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তিনজনকে।
উল্লেখ্য, ইতিমধ্যেই গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামূল হককে গ্রেফতার করা হয়েছে। গরু পাচারে এনামূল ও প্রভাবশালী যোগ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে। কালো টাকা পাচারে হাওয়ালা যোগেরও প্রমাণ মিলেছে। তাই শত চেষ্টা করেও জামিন পাচ্ছেন না এনামূল। সিবিআইয়ের দাবি, এনামূলের কাছ থেকে মোটা অঙ্কের মাসিক টাকা নিতেন ওই সব প্রভাবশালী ব্যক্তিরা। পাশাপাশি আদালতে এনামূলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও তুলেছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁদের দাবি, এনামূল জামিন পেলে প্রভাব খাটাতে পারে তদন্তে। এসবের মধ্যে আরও খানিকটা চাপ বাড়িয়ে তাঁর দূর সম্পর্কের তিন ভাইকে নোটিস পাঠাল সিবিআই। যদিও ইতিমধ্যেই তাঁরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বলেই সিবিআইয়ের কাছে খবর। তাই এনামূলের ম্যানেজারকে সেই নোটিস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামূল হককে গ্রেফতার করা হয়েছে। গরু পাচারে এনামূল ও প্রভাবশালী যোগ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে। কালো টাকা পাচারে হাওয়ালা যোগেরও প্রমাণ মিলেছে। তাই শত চেষ্টা করেও জামিন পাচ্ছেন না এনামূল। সিবিআইয়ের দাবি, এনামূলের কাছ থেকে মোটা অঙ্কের মাসিক টাকা নিতেন ওই সব প্রভাবশালী ব্যক্তিরা। পাশাপাশি আদালতে এনামূলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও তুলেছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁদের দাবি, এনামূল জামিন পেলে প্রভাব খাটাতে পারে তদন্তে। এসবের মধ্যে আরও খানিকটা চাপ বাড়িয়ে তাঁর দূর সম্পর্কের তিন ভাইকে নোটিস পাঠাল সিবিআই। যদিও ইতিমধ্যেই তাঁরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বলেই সিবিআইয়ের কাছে খবর। তাই এনামূলের ম্যানেজারকে সেই নোটিস দেওয়া হয়েছে।
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
কালকা মেলের নতুন নাম 'নেতাজী এক্সপ্রেস'! আবিদকে মরণোত্তর সম্মান
19th January 2021
কাল রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, মঙ্গল সন্ধ্যায় দিল্লি গেলেন আলাপন-দ্বিবেদী
19th January 2021
19th January 2021
উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
Leave A Comment