এই মুহূর্তে




আরজি কর মামলা: সিবিআই’র চতুর্থ স্টেটাস রিপোর্টে কী রয়েছে?




নিজস্ব প্রতিনিধি : আর জি করে ধর্ষণ ও হত‍্যা মামলার চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন রিপোর্ট দেওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছে অভায় পরিবার।

নির্যাতিতার পরিবার জানিয়েছে, আগের যে ৩টি রিপোর্ট দেওয়া হয়েছিল, সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে রিপোর্ট বানানো হয়েছে। সিবিআই-র বিরুদ্ধ বিক্রি হয়ে যাওয়ার অভিযোগো তুলেছেন তাঁরা। নির্যাতিতার আইনজীবীরাো এদিন আদালতে নতুন রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। আগের রিপোর্টের থেকেই নতুন রিপোর্ট বানানো হয়েছে। তবে নতুন দুটি বিষয় ঢোকানো হয়েছে। বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং পিএমওর দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন অভিযোগ গিয়েছে। এগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। একটি মোবাইল কোম্পানির কাছে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

সিবিআই-র বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। তাঁরা জানাচ্ছেন, শুধু পয়েন্ট করে জানানো হচ্ছে। বিস্তারিত তথ্য তাঁরা জানতে পারছেন না। অভয়ার পরিবারের অভিযোগ টাকার বিনিময়ে কাজ করা হচ্ছে। তাঁরা আরও প্রশ্ন তুলেছেন, নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন যাঁরা হাজির ছিল, অর্থাৎ যে চারজনের প্রসঙ্গ উঠেছিল, তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সিবিআই-র বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার পরিবারের।

আদালতের পক্ষ থেকে সিবিআইকে বলা হয়েছে, যাদের যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেগুলো জমা দিতে হবে। আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে বার বার প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। ওইদিনই পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদের

কালীঘাটে সোনার দোকানের কারিগরকে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন

মন্দারমণিতে হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি

হুমায়ুনকে শেষ বারের জন্য সতর্ক করল দল, ফের শোকজ পেয়ে কী বলছেন মমতার ‘বেপরোয়া’ শিষ্য

রাজ্যে কত লক্ষ্মীর ভান্ডার? খরচ কত? বিধানসভায় জানাল রাজ্য সরকার

পাক নাগরিক আজাদের বিরুদ্ধে চার্জশিট ইডির

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ