এই মুহূর্তে




নগরোন্নয়নের জন্য বাংলার প্রাপ্য ২,১৬৭ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: পদে পদে বাংলাকে(Bengal) বঞ্চিত করে রাখার অভিযোগ উঠেই চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের বিরুদ্ধে। আগেই মোদি সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, মিড ডে মিলের টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে। এবার তার সঙ্গে যোগ হল রাজ্যের নগরোন্নয়নের(Urban Development Fund) ২,১৬৭ কোটি টাকা(2,167 Crore Rupees) আটকে রাখার ঘটনাও। এখানেই শেষ নয়! আগামী দিনেও যাতে টাকা আটকে রাখা যায়, তার জন্য নয়া ফিকির আমদানি করে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কার্যত বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এবং বাংলার মানুষকে ভাতে মারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তার জেরেই বাংলার নায্য প্রাপ্য টাকাও আটকে রাখা হয়েছ।

আরও পড়ুন, আর জি করকে হাতিয়ার করে জঙ্গলমহলে জমি ফিরে পেতে চাইছে মাওরা

নবান্ন সূত্রের খবর, বাংলার নগরোন্নয়নের খাতে ২০২৩-২৪ অর্থবর্ষের টাকা চেয়ে গত ৫ এবং ১০ জুলাই কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এই অর্থবর্ষের মোট ১৪৪৫ কোটি টাকা বকেয়াও দ্রুত ছাড়ার কথা বলা হয়েছে। দু’টি চিঠিতেই বিগত বছরগুলিতে পুরসভার মাধ্যমে এই খাতে টাকার খরচের সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। কিন্তু, টাকা ছাড়া তো দূরের কথা, পাল্টা চিঠি দিয়ে নতুন করে খরচ সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব ও ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজ্যের হিসেব অনুযায়ী, গত অর্থবর্ষের বকেয়া সহ চলতি অর্থবর্ষের প্রথম পর্যায়ের বকেয়া মিলিয়ে রাজ্যের প্রাপ্য দাঁড়িয়েছে মোট ২১৬৭ কোটি টাকা। এর ফলে রাজ্যের পুর-এলাকাগুলিতে উন্নয়ন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।  

আরও পড়ুন, সোমে রাখি বন্ধন, রবি রাতেই ভাই-বোনের সম্পর্ককে পোক্ত করার বার্তা মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্র রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। অথচ, সমস্ত হিসাব দেওয়া সত্ত্বেও বিরোধী রাজ্যগুলির, বিশেষত বাংলার টাকা অকারণে আটকে রাখা হয়। নিত্যনতুন ফিকির তুলে রাজ্যের টাকা আটকে রাখা হচ্ছে।’ নবান্নের আধিকারিকদের দাবি, শুধু রাজ্যের নগরোন্নয়নের ২,১৬৭ কোটি টাকাই কেন্দ্র সরকার আটকে রেখেছে তাই নয়, রাজ্যের গ্রামীণ এলাকার জন্য পঞ্চদশ অর্থ কমিশনের চলতি অর্থবর্ষের প্রথম পর্যায়ের প্রায় ১৬০০ কোটি টাকাও আটকে রেখে দিয়েছে। সেই টাকা চেয়ে চিঠি দেওয়া হলেও তার কোনও উত্তর আসেনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

২৫ নভেম্বরের আগে কলকাতায় শীত দূর অস্ত, জানাল আবহাওয়া অফিস

বেসরকারি বাস নিয়ে মুখ্যসচিবকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘আমি নির্দোষ’, দাবি সঞ্জয়ের, তবুও চার্জ গঠনের প্রক্রিয়া শেষ

বিসর্জনে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ অফিসার,পাতিপুকুরে গৃহবধূকে কটুক্তি,ধৃত ৩

মমতার শিশুসাথী প্রাণ বাঁচাল ৯ বছরের শিশুর, হার্টে ছিল ফুটো

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর