এই মুহূর্তে




মুখ্যসচিব পদে আরও ছয় মাস থাকছেন মনোজ পন্থ, মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্র




নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। মুখ্যসচিব পদে আরও ছয় মাস থাকছেন মনোজ পন্থ। অবসর নেওয়ার শেষ দিনেই মুখ্যসচিব হিসাবে তাঁর মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।  আর অনুমোদন পাওয়ার পরেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য প্রশাসনের শীর্ষ পদে অর্থাৎ মুখ্যসচিব হিসাবে থাকছেন মনোজ পন্থ।

উল্লেখ্য, ভগবতী প্রসাদ গোপালিকা অবসর নেওয়ার পরে গত বছরের ৩১ অগস্ট রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পেয়েছিলেন পোড় খাওয়া আমলা মনোজ পন্থ। প্রয়াত প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেছিলেন মিতভাষী আমলা। তা ছাড়া ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন পন্থ। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও সামলেছিলেন। অর্থ দফতরের সচিব হিসাবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন। মুখ্যসচিব হিসাবে গত ১০ মাসে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। আরজি কর আন্দোলন থেকে শুরু করে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘিরে গড়ে ওঠা আন্দোলন দুর্দান্তভাবে মোকাবিলা করেছিলেন।

সোমবার (৩০ জুন) চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দক্ষ আমলাকে আরও ছয় মাস মুখ্যসচিব পদে রাখার অনুমতি চেয়ে গত ২৮ জুন নবান্নের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের কাছে। আদৌ মনোজ পন্থের কর্মজীবনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে নবান্নে আমলা মহলে জল্পনা চলছিল। কিন্তু বিকেলেই কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আরও ছয় মাসের জন্য মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়ানোর অনুমতি দেওয়া হল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত নেত্রীকে তাড়িয়ে দিল তৃণমূল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ