এই মুহূর্তে




মমতার লন্ডন সফরে ছাড়পত্র কেন্দ্রের, ভাষণ দেবেন অক্সফোর্ডে




নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে ছাড়পত্র দিল কেন্দ্র। আজ বুধবার্ই (১২ মার্চ) নবান্নে বিদেশ মন্ত্রকের অনুমোদন সংক্রান্ত চিঠি পৌঁছেছে। পড়ুয়া ও গবেষকদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য মমরতা বন্দ্যোপাধ্যাযকে আমন্ত্রণ জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ওই আমন্ত্রণে সাড়াও দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যেহেতু মুখ্যমন্ত্রী-সহ আইন প্রণেতাদের বিদেশ সফরে যাওয়ার জন্য বিদেশ মন্ত্রকের অনুমতি নিতে হয় সেই কারণে মমতার লন্ডন সফরের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল বিদেশ মন্ত্রকের কাছে। এদিন ওই চিঠির জবাবেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে যেতে কোন বাধা নেই।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে  আগামী ২১ মার্চ লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মমতা। কলকাতা থেকে দুবাই হয়ে পৌঁছবেন ব্রিটেনের রাজধানীতে। ওই সফরে  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার পাশাপাশি শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। মূলত বাংলায় যাতে ব্রিটিশ শিল্পপতিরা বিনিয়োগ করেন সেই উদ্দেশে লন্ডন যাচ্ছেন তিনি। আটদিনের সফর শেষে ২৯ মার্চ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

এর আগে ২০১৫ সালে বিনিয়োগ টানার লক্ষ্য নিয়ে লন্ডন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে তাঁর সফরসঙ্গী হয়েছিলেন রাজ্যের একাধিক মন্ত্রীও। সঙ্গী ছিলেন সুগত বসু, ডেরেক ও’ব্রায়েনরা। এর পর ২০২০ সালেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানানো হয়। ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিচি। সম্মেলনের ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। সেই সময় মিচি অক্সফোর্ডের পড়ুয়া ও গবেষকদের কাছে তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই অক্সফোর্ডে ভাষণ দেবেন মমতা।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

বদলে যাওয়া বাংলার গল্প শোনাতে লন্ডন থেকে অক্সফোর্ডের পথে মমতা

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি,আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত

পাইকারি বাজারে হানা, কলকাতায় উদ্ধার ২০ লক্ষের জাল ওষুধ

বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর