এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এবার রেশন দোকান পরিদর্শনেও কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধি দল(Central Delegate Team) পাঠাচ্ছে মোদি সরকার(Modi Government)। প্রথমে ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল। তারপর আবাস যোজনার কাজ দেখতে, আসার কথা রয়েছে মিড ডে মিলের কাজ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দলেরও। এই তালিকায় এবার যুক্ত হল রেশন দোকানও(Ration Shop)। সেখানকার কাজকর্ম খতিয়ে দেখতে বাংলায় এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে শুধু বাংলায় নয়, দেশের অনেক রাজ্যেই রেশন দোকানের পরিস্থিতি খতিয়ে দেখতে অফিসারদের পাঠানো শুরু করেছে কেন্দ্রীয় সরকার। খাদ্যমন্ত্রকের তরফে কয়েকজন ইতিমধ্যে রাজ্যে চলেও এসেছেন। বিভিন্ন জেলায় সংশোধিত রেশন এলাকায় পরিদর্শন প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তাঁরা। দেশের মোট পাঁচ হাজার রেশন দোকান পরিদর্শন করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সামনে এসেছে আগামী এপ্রিল মাস থেকে রেশন দোকান থেকে ছোলার ডাল(Cholar Dal) বিনামূল্যে সব গ্রাহকদের দেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার।

আরও পড়ুন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে না থেকেও থাকছেন মমতা

রাজ্য খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খাদ্যমন্ত্রক গত সেপ্টেম্বরে বিভিন্ন রাজ্যে রেশন দোকান পরিদর্শনের একটি গাইডলাইন তৈরি করে দেয়। আগামী মার্চের মধ্যে সেই পরিদর্শন প্রক্রিয়া শেষ করতে বলা হয়। তারপরই অফিসারদের রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়বে। তার ভিত্তিতে জুলাই মাসে একটি রিপোর্ট প্রকাশ করবে কেন্দ্র। এই পরিদর্শনের কাজে রাজ্য সরকারি অফিসারদেরও থাকতে বলেছে কেন্দ্র। তবে গাইডলাইন প্রকাশের পর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্র চিঠি দিয়েছে। জেলাশাসক, প্রধানসচিব এবং সিনিয়র অফিসারদের এই প্রক্রিয়ায় শামিল করতে অনুরোধ করা হয়। সেইমতো মুখ্যসচিবরাও কিছু রেশন দোকানে যাবেন। রেশন দোকান পর্যালোচনার ভিত্তিতে জানুয়ারি থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত গ্রাহকদের খাদশস্য সরবরাহের পুরো আর্থিক দায় কেন্দ্র নিয়েছে। গরিব কল্যাণ অন্ন যোজনা মারফত তাঁদের আগামী একবছর বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই কেন্দ্রীয় আধিকারিকরা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। তাঁদের মধ্যে আছেন খাদ্যমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি পর্যায়ের আধিকারিকেরাও। রেশন দোকান পরিচালনা থেকে শুরু করে ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা কীভাবে চলছে, তার তথ্য নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে এই প্রতিনিধি দল। রেশন দোকানের পরিকাঠামো এবং খাদশস্যের গুণগত মান থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবেন তাঁরা।

আরও পড়ুন স্বাস্থ্যসাথীর গাইডলাইন ভেঙে শোকজের মুখে ২৮টি নার্সিংহোম

এদিকে দেশজুড়ে ছোলার ডালের উৎপাদন ক্রমশ বাড়ছে। কিন্তু সেই ডাল না কেনার লোক আছে না খাবার লোক আছে। কার্যত এভাবে চলতে থাকলে দেশে উৎপাদিত ছোলার ডাল পড়ে পড়ে নষ্ট হবে। সেটাই যাতে না হয় তার জন্য মোদি সরকার আগামী এপ্রিল মাস থেকে রেশন দোকান মারফত গ্রাহকদের বিনামূল্যে ছোলার ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত ছ’ মাসের জন্য এই ছোলার ডাল দেওয়া হবে। তবে সবাই এই ডাল পাবেন না। কেবলমাত্র যারা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বলে খাদ্যশস্য পান, তাঁরাই এই বিনামূল্যের ছোলার ডাল পাবেন। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় রেশন গ্রাহকদের বিনামূল্যে এই ছোলার ডাল দেওয়ার জন্য কেন্দ্রের ১১ হাজার ২৪৮ কোটি টাকা খরচ হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর