গাড়ি থেকে নামিয়ে বিজেপি প্রার্থীকে বেধড়ক মার তৃণমূল নেতার, উত্তপ্ত চন্দননগর
Share Link:

নিজস্ব প্রতিনিধি : এবার 'বহিরাগত' তত্বে মার খেলেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। আগামী ১০ এপ্রিল চন্দননগরের ভোটগ্রহণ, আর সেই কারণেই গতকাল প্রচারে গিয়েছিলেন দীপাঞ্জন। তার অভিযোগ প্রচার সেরে বাড়ি ফেরার পথেই তৃণমূল নেতার হাতে মার খেয়ে হয়। প্রচার সেরে ফেরার পথে তৃণমূল নেতা শ্যামবন্ধু নিজের অনুগামীদের নিয়ে চড়াও হয়।
বিজেপি প্রার্থীর দাবি তাঁর গাড়ি আটকে তৃণমূল নেতার অনুগামীরা ' বহিরাগত ' তকমা দিয়ে বেধড়ক মারতে থাকে। সঙ্গে থাকা ওই প্রার্থীর দুই বন্ধুকেও বাদ দেয়নি তৃণমূলের গুণ্ডারা।
বেধড়ক মারধরের চোট আহত হন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ ও তাঁর দুই বন্ধু দীনেশ সিং ও বিকাশ অধিকারী। ঘটনা জানতে পেরে দৌড়ে এসে কিছু বিজেপি কর্মী। তাদের সঙ্গে বচসায় জরায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ।
আহত বিজেপি প্রার্থী ও তাঁর দুই বন্ধুকে হাসপাতালে চিকিৎসার জন্য গতকাল রাতেই নিয়ে যাওয়া হয়, বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থীর তরফে ওই তৃণমূল নেতা শ্যামবন্ধুর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন, বলে সূত্রের খবর। যদিও যাবতীয় দাবি অস্বীকার করে পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। শাসক দলের দাবি, ভোটের দিন অশান্তি ও গন্ডগোল পাকাতে চন্দননগর এলাকায় সমস্ত হোটেলে ' বহিরাগত ' গুন্ডা রেখে দিয়েছে বিজেপি প্রার্থী। অপরদিকে তৃণমূল নেতা শ্যামবন্ধুকে গ্রেফতারের জন্য কাল রাতেই চন্দননগর থানা ঘেরাও করে বিজেপি কর্মী - সমর্থকেরা।
বিজেপি প্রার্থীর দাবি তাঁর গাড়ি আটকে তৃণমূল নেতার অনুগামীরা ' বহিরাগত ' তকমা দিয়ে বেধড়ক মারতে থাকে। সঙ্গে থাকা ওই প্রার্থীর দুই বন্ধুকেও বাদ দেয়নি তৃণমূলের গুণ্ডারা।
বেধড়ক মারধরের চোট আহত হন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ ও তাঁর দুই বন্ধু দীনেশ সিং ও বিকাশ অধিকারী। ঘটনা জানতে পেরে দৌড়ে এসে কিছু বিজেপি কর্মী। তাদের সঙ্গে বচসায় জরায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ।
আহত বিজেপি প্রার্থী ও তাঁর দুই বন্ধুকে হাসপাতালে চিকিৎসার জন্য গতকাল রাতেই নিয়ে যাওয়া হয়, বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থীর তরফে ওই তৃণমূল নেতা শ্যামবন্ধুর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন, বলে সূত্রের খবর। যদিও যাবতীয় দাবি অস্বীকার করে পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। শাসক দলের দাবি, ভোটের দিন অশান্তি ও গন্ডগোল পাকাতে চন্দননগর এলাকায় সমস্ত হোটেলে ' বহিরাগত ' গুন্ডা রেখে দিয়েছে বিজেপি প্রার্থী। অপরদিকে তৃণমূল নেতা শ্যামবন্ধুকে গ্রেফতারের জন্য কাল রাতেই চন্দননগর থানা ঘেরাও করে বিজেপি কর্মী - সমর্থকেরা।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment