নিজস্ব প্রতিনিধি: আজ ছট পুজো। জলাশয়ের ঘাটে ঘাটে ছট পুজো করা হয়। বিগত তিন বছর থেকে রবীন্দ্র সরোবর লেক ছট পুজোর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ।কারণ লেকের জল দূষিত হচ্ছে । তার পাশাপাশি কলকাতা কর্পোরেশন এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করা নির্দেশ দেয় ।কলকাতা পৌরসভার পক্ষে মেয়র ফিরহাদ (Firhad Hakim)হাকিম জানিয়েছেন, আর ঘাটে ঘাটে যেতে হবে না। এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করে তারা নিজেরাই এলাকায় ছট পুজো করতে পারবে। এর পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার(Debashis Kumar) জানিয়েছেন, ঘাট ও কৃত্রিম জলাশয় ১৫০ টি ছট পুজোর জন্য বন্দোবস্ত করা হয়েছে। কলকাতা কর্পোরেশন কৃত্রিম জলাশয় ঘাট তৈরি করেছে ১৫ টি। এই ১৫ টি জলাশয় কৃত্রিম ঘাট গুলোকে পুজো হয়ে যাওয়ার পর কলকাতা কর্পোরেশন(KMC) ভেঙে ফেলবে। এমনটাই জানিয়েছেন দেবাশীষ কুমার।
এদিকে ছট পুজো উপলক্ষে দমদমের তিনটি পুর এলাকায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। একাধিক জলাশয় ছট পুজোর জন্য নির্দিষ্ট করা হয়েছে। পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জল যাতে দূষিত না হয় এবং নিষিদ্ধ বাজি যাতে ব্যবহার না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দমদম পুরসভা এলাকায় ছট পুজোয় জলাশয় এর ধারে মেডিকেল শিবির খোলা হয়েছে। প্রতিটি জলাশয়ের ঘাটে পর্যাপ্ত পরিমাণে থাকছে পুলিশ কর্মী পুরো কর্মী দমকল (Firebrigade)ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। দমদমের গোড়া বাজারে ধুয়া পুকুরে জনসমাগম যেহেতু বেশি হয় তাই সেখানে বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে পুরসভা।
পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নাট্য জানিয়েছেন ওই জলাশয় কালীপুজোর(Kalipuja) প্রতিমা বিসর্জনের পর অতি দ্রুত তার কাঠামো ছড়িয়ে ছট পুজোর জন্য পরিষ্কার করা হয়েছে। জলাশয়ে মশা নিয়ন্ত্রণে বাড়তি গুরুত্ব দিয়েছে পুরসভা দক্ষিণ দমদম পৌরসভা(South Dum Dum Municipality) এলাকাতেও বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানিয়েছেন ছট পুজোর জন্য জলাশয় এবং তার আশেপাশে এলাকা পরিষ্কার করা হয়েছে। প্রতিটি ছট পুজোর জলাশয়ের ঘাটে ব্লিচিং পাউডার ও মশার ওষুধ স্প্রে করা হয়েছে। জলাশয়ের জল যাতে কোনভাবে দূষিত না হয় ,তার জন্য সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে। কলকাতার গঙ্গার ঘাট গুলিতেও কলকাতা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ ফোর্স থাকছে।