এই মুহূর্তে




বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে হামলার ঘটনায় মোদিকে চিঠি উদ্বিগ্ন মমতার




নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে মৌলবাদীদের হামলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার (১২ জুন) ওই চিঠি পাঠিয়েছেন তিনি। বিশ্বকবির পৈতৃকভিটেতে হামলার সঙ্গে দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সে বিষয়ে বাংলাদেশেের তদারকি সরকারের সঙ্গে কথা বলারও দাবি জানিয়েছেন। 

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে নখদাঁত বের করে তাণ্ডবনৃত্য শুরু করেছে জঙ্গি ও মৌলবাদীরা। আর ওই তাণ্ডবকে পিছন থেকে মদত দিচ্ছে মোল্লা ইউনূসের তদারকি সরকার। গত ১০ মাসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ও বাড়ি ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। রেহাই পাননি লালন সাঁই থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। দেশের বিভিন্ন জায়গায় তাঁদের নামাঙ্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে হামলা চালানো হয়েছে। গত এপ্রিল মাসেই কুষ্টিয়ায় বিশ্বকবির মূর্তিতে কালি লেপে দেওয়া হয়েছিল। এমনকি তাঁর নামের বানানও বিকৃত করা হয়েছিল। এবার হামলা চলল  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র কাছারিবাড়িতে। প্রায় ১৮৫ বছর আগে ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবিগুরুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদারির সঙ্গে তাদের মালিকানায় আসে কাছারি বাড়িটিও। শাহজাদপুর জমিদারি দেখাশোনার কাজে মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদফতর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মাণ করা দোতলা ভবনটি এখন পরিচিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানিয়েছেন, ‘গত রবিবার (৮ জুন) বিকেলে  শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী তার স্ত্রী ও ভাইপোকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে যান। সেই সময় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোন টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাছারিবাড়ির নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার বদলা নিতে এদিন দুপুরের দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মৌলবাদী ও বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা। শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারিবাড়িতে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। কাছারিবাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে। এ সময় অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচারক সিরাজুল ইসলামকে মারধর করা হয়। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

 মৌলবাদীদের ভাঙচুর-তাণ্ডবের পরে বুধবার (১১ জুন) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নির্দেশ করেছে কর্তৃপক্ষ। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তাণ্ডব ও ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলো কেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

বৃহস্পতিবার নবান্নে মমতা-ওমর আবদুল্লার সাক্ষাতের সম্ভাবনা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ