24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:54 am
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। মঙ্গলবার দুপুরে নবান্নে জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে স্বাস্থ্য দফতরের সচিব ও আধিকারিকদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
নবান্ন সূত্রে খবর, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে মঙ্গলবার। এই জরুরি বৈঠকে স্বাস্থ্য ভবনের সচিব-সহ আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, স্বাস্থ্য দফতরের তরফে আর কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা করতেই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের তলব করা হয়েছে। এই বৈঠকের পর রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের বিভিন্ন জায়গায় নজরদারি টিম পাঠানো হবে বলে জানানো হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় যাবে বিশেষ টিম। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল। এই নজরদারি দলে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।