এই মুহূর্তে




বাংলায় বড় বিনিয়োগ করতে পারে জাপান, সুখবর জানালেন মুখ্যমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক পালাবদলের পরেই ‘শিল্পবন্ধ্যা’র তকমা ঘুচিয়ে ‘শিল্পবান্ধব’ পরিচিতি পেয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল হয়ে পড়েছেন দেশি-বিদেশি শিল্পপতিরা। ফলে বিনিয়োগের জোয়ার এসেছে। এবার বাংলায় বড় সড় বিনিয়োগ করতে পারেন জাপানি শিল্পপতিরা। আর তাতে কয়েক হাজার কর্মপ্রার্থীর কর্মসংস্থানের পথ সুগম হতে চলেছে। শুক্রবার (২৯ নভেম্বর) আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি বৈঠকে এমন ইঙ্গিতই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বছর ৫ ও ৬ ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল ২০২৩ সালের ২১ ও ২২ নভেম্বরে। চলতি বছরে অবশ্য সম্মেলন হয়নি। এক বছর বাদে বসা শিল্প সম্মেলন যাতে সফল করে তোলা যায় তার জন্য রাজ্য সরকারের তরফে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সফলের জন্য প্রস্তুতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের পদস্থ আধিকারিক ছাড়াও বিভিন্ন শিল্প ও বণিক সভার শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী শিল্প সম্মেলনে যোগ দিতে জাপান থেকে বড় প্রতিনিধি দল আসছে। বেশ কয়েকটি নামী জাপানি সংস্থা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ক্ষুদ্র, মাঝারি শিল্প, পর্যটন, চর্ম, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তারা বিনিয়োগ করতে পারেন। শুধু জাপান নয়, দেশ ও বিদেশের আরও একাধিক শিল্প সংস্থার শীর্ষ কর্তারা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’ ২০২৩ সালের বাণিজ্য সম্মেলনে রাজ্যে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছিল। এবারের শিল্প সম্মেলন বিগত বছরগুলোর শিল্প সম্মেলনকে ছাপিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে কোন-কোন ক্ষেত্রকে দেশি-বিদেশি শিল্পপতিদের সামনে বিশেষভাবে উপস্থিত করতে হবে, তারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ টানার ক্ষেত্রে পর্যটন শিল্পের উপরে বেশি জোর দিতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগাতে হবে। বিশেষ করে সিনেমার শুটিংয়ের জন্য অন‍্য রাজ‍্যের পরিচালক এবং প্রযোজকদের বাংলায় নিয়ে আসার বিশেষ উদ্যোগ নিতে হবে।’ এ প্রসঙ্গে তিনি জানান, ‘ভিন রাজ্যের প্রযোজক ও পরিচালকদের কাছে বাংলার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য তুলে ধরার জন্য একটি তথ্য চিত্র নির্মিত হয়েছে। আর ওই তথ্যচিত্র নির্মাণ করেছেন বিশ্বখ্যাত পরিচালক গৌতম ঘোষ।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে নামলেন বিডিও

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

আবাসিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

মঙ্গলের বিকেলেই অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

 শীতের মরশুমের শুরুতেই সুন্দরবনের গাইডদের বিক্ষোভ, চিন্তায় পর্যটকেরা  

অভীক-বিরুপাক্ষ কি আদতে বহিষ্কৃত ছিল ? দ্বন্দ্বের মুখে ধরনায় ডাক্তাররা!

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর