এই মুহূর্তে




করোনা নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে,বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের




নিজস্ব প্রতিনিধি: করোনা নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে।আশা করছি কোনও মহামারী হবে না, মন্তব্য মুখ্যমন্ত্রীর।অযথা চিন্তা করবেন না, পরামর্শ মুখ্যমন্ত্রীর(CM)।আমরা আশা করছি করোনা ভয়ংকর রূপ নেবে না।এটা এখন স্তরে বা কোন স্তরে পৌঁছয় নি। কিন্তু আমরা মনে করি যে আমাদের সতর্ক থাকতে হবে। যদি আবার করোনা সংক্রমিত হয় তাই সাবধান হতে হবে। এ নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই। করোনা নিয়ে অযথা চিন্তা নয়। অনেকেরই হার্টের প্রবলেম বা অন্যান্য নানা ধরনের প্রবলেম থাকতে পারে। তাদের সাবধান হতে হবে। সর্দি – কাশি হলেও শ্বাসকষ্ট হয়। অসুস্থ হলে চিকিৎসককে দেখান, চিকিৎসা করুন। আতঙ্ক নয়। কিন্তু সতর্ক থাকতে হবে বলে করোনা প্রসঙ্গে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আশা করি pandamanic হবেন না।

করোনা নিয়ে তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে আমাদেরকে এখনই কোন বড় সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে। সর্দি কাশি হলে চিকিৎসা করাতে হবে। পরামর্শ মুখ্যমন্ত্রীর। সতর্কতা হিসেবে প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। তাই কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।আমরা নিজেদের ইন্টারেস্টে এই বৈঠকটা করলাম যাতে তেমন কোনো পরিস্থিতি হলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। আবার বলছি এখনো তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি।ভারতবর্ষে এত কোটি মানুষের বাস, সেখানে মাত্র ছয় সাড়ে ছয় হাজার এই ভাইরাস আক্রান্ত হয়েছে। তাই বলছি কেউ ভয় পাবেন না। সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন।

এদিকে,রাজ্যে দ্বিতীয় করোনা(Corona) আক্রান্তের মৃত্যু। বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে সূত্রের খবর। পাশাপাশি তাঁরা শারিরীক আরও সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বেলেঘাটা আইডিতে(Belaghata ID) মারা গিয়েছেন ওই বছর ৪৮ এর ব্যক্তি। তাঁর মৃত্যুর পরেই চলতি মরশুমে পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তের মৃত্যু হল। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক রোগ ছিল তাঁর।গোটা দেশের পাশাপাশি রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। কয়েকদিন আগেও যেখানে সংক্রমন ছিল মাত্র ১২।

সেখানে দেড় সপ্তাহের মধ্যেই সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০০। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সংক্রমণ যেমন বাড়ছে, তেমন সুস্থো হচ্ছেন অনেকেই। সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন সহ একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। তবে এই মুহূর্তে কারও সঙ্কটজনক অবস্থা নয় বলে জানানো হয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষা করে পজেটিভ আসে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই অবস্থার অবনতি হয়। সেখানেই কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সোমবার বিষয়টি জানানো হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গৃহবধুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক

হেস্টিংসে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা খারিজ হাইকোর্টে

উচ্চশিক্ষার জন্য তেহরানে গিয়ে আটকে বসিরহাটের যুবক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপিকে খোঁচা মমতার

বালিতে ড্রেন আটকে বিশালাকার নির্মাণ, মুখমন্ত্রীর দফতরে জানাতেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ