পুলিশ পামেলাকে প্রভাবিত করছে, কমিশনারের দ্বারস্থ রাকেশ সিং
Share Link:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার নিউ আলিপুর থেকে গাড়িতে মাদক রাখার অভিযোগে গ্রেফতার হন বিজেপি যুবনেত্রী পামেল গোস্বামী। তাঁর সঙ্গেই গ্রেফতার হন পামেলার বিশেষ বন্ধু তথা বিজেপি নেতা প্রদীপ কুমার দে। যদিও এটা পুরোটাই ষড়যন্ত্র বা চক্রান্ত বলে বারবার দু'দিন ধরেই সাংবাদিকদের জানাচ্ছেন পামেলা। এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ। এই ঘটনায় সিবিআই কিংবা সিআইডি তদন্তও চাইছেন পামেলা। আর এবার জোর করে তাঁর নাম সামনে আনায় পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা রাকেশ সিং।
সোমবার কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে রাকেশ জানিয়েছেন, তিনি এই মাদক মামলায় নির্দোষ, তবে তদন্তের খাতিরে ডাকা হলে বারবার হাজিরা দেবেন তিনি। তাঁকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন কৈলাস ঘনিষ্ঠ নেতা রাকেশ। তিনি এও জানান, পুলিশ যখন পামেলাকে গ্রেফতার করে তখন তাঁর নাম নেয়নি কিন্তু এখন বারবার তাঁর নাম নিচ্ছেন। পুলিশের চাপেই এই কাজ করছেন পামেলা। কমিশনারকে চিঠি দিয়ে তেমনটাই জানিয়েছেন রাকেশ সিং।
গত শুক্রবার পামেলাকে গ্রেফতারের পর , শনিবার আদালতে তোলা হয়। সেদিনই আদালত চত্বরে রাকেশ সিং-এর নাম জানান তিনি। আদালত পুলিশকে আগামী ২৫ তারিখ পর্যন্ত পামেলাকে হেফাজতে রাখার নির্দেশ দেয়। তারপরেই গত রবিবার পামেলা ও প্রদীপ কুমার দেকে নিয়ে নিউটাউনের শপিং মলে নেত্রীর পার্লারে তল্লাসি চালায় তদন্তকারী অফিসাররা। সেখান থেকে সিসিটিভি ফুটেজ, হার্ড ডিস্ক ও বেশকিছু তথ্য বাজেয়াপ্ত করে পুলিশ। সেখানেও পামেলা এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন, আর এই ঘটনায় এক পুলিশ আধিকারিক ও রাকেশ সিং-এর যোগের কথা জানান। যদিও বিজেপি যুব মোর্চার নেত্রীর দাবি বারবার উড়িয়ে দিয়েছেন বন্দরের দাপুটে নেতা রাকেশ সিং।
গত শুক্রবার কলকাতার নিউ আলিপুর থেকে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। বিজেপির যুবমোর্চার সাধারণ সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তাঁর সঙ্গে গত শুক্রবার গ্রেফতার হন বিজেপি নেতা প্রবীর দে। তাঁদের কাছ থেকে মোট ১০০ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে পুলিশি হেফাজতে নেওয়া হয় পামেলা সহ ওই বিজেপি নেতাকে।
সোমবার কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে রাকেশ জানিয়েছেন, তিনি এই মাদক মামলায় নির্দোষ, তবে তদন্তের খাতিরে ডাকা হলে বারবার হাজিরা দেবেন তিনি। তাঁকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন কৈলাস ঘনিষ্ঠ নেতা রাকেশ। তিনি এও জানান, পুলিশ যখন পামেলাকে গ্রেফতার করে তখন তাঁর নাম নেয়নি কিন্তু এখন বারবার তাঁর নাম নিচ্ছেন। পুলিশের চাপেই এই কাজ করছেন পামেলা। কমিশনারকে চিঠি দিয়ে তেমনটাই জানিয়েছেন রাকেশ সিং।
গত শুক্রবার পামেলাকে গ্রেফতারের পর , শনিবার আদালতে তোলা হয়। সেদিনই আদালত চত্বরে রাকেশ সিং-এর নাম জানান তিনি। আদালত পুলিশকে আগামী ২৫ তারিখ পর্যন্ত পামেলাকে হেফাজতে রাখার নির্দেশ দেয়। তারপরেই গত রবিবার পামেলা ও প্রদীপ কুমার দেকে নিয়ে নিউটাউনের শপিং মলে নেত্রীর পার্লারে তল্লাসি চালায় তদন্তকারী অফিসাররা। সেখান থেকে সিসিটিভি ফুটেজ, হার্ড ডিস্ক ও বেশকিছু তথ্য বাজেয়াপ্ত করে পুলিশ। সেখানেও পামেলা এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন, আর এই ঘটনায় এক পুলিশ আধিকারিক ও রাকেশ সিং-এর যোগের কথা জানান। যদিও বিজেপি যুব মোর্চার নেত্রীর দাবি বারবার উড়িয়ে দিয়েছেন বন্দরের দাপুটে নেতা রাকেশ সিং।
গত শুক্রবার কলকাতার নিউ আলিপুর থেকে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। বিজেপির যুবমোর্চার সাধারণ সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তাঁর সঙ্গে গত শুক্রবার গ্রেফতার হন বিজেপি নেতা প্রবীর দে। তাঁদের কাছ থেকে মোট ১০০ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে পুলিশি হেফাজতে নেওয়া হয় পামেলা সহ ওই বিজেপি নেতাকে।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment