এই মুহূর্তে

মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ‘আশাহত’ অধীর

নিজস্ব প্রতিনিধি: মেট্রো ডেয়ারি (METRO DAIRY) মামলায় হাইকোর্টের (HIGH COURT) রায় গিয়েছে রাজ্য সরকারের (STATE GOVT.) পক্ষে। মুখ পুড়েছে কংগ্রেস (CONGRESS) সাংসদ (MP) অধীর চৌধুরীর (ADHIR CHOWDHURY)। তবে ‘আশাহত’ হলেও হাল ছাড়েননি অধীর। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে (SUPREME COURT)। উল্লেখ্য, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। গত আ৩ জুন হাইকোর্ট খারিজ করে দিয়েছিল  অধীরের মামলা।

রায় দেওয়ার সময় বিচারপতি জানিয়েছিলেন, মেট্রো ডেয়ারি হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়নি। আইন মেনেই প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। আর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছেন অধীর। উল্লেখ্য, কী কারণে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে, তা জানতে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, রাজ্যের সিদ্ধান্ত সঠিক। দুর্নীতির কোনও ঘটনাই ঘটেনি। রাজ্য সরকার যদি ঠিক করে কাকে কোন দামে কোনও সরকারি সম্পত্তি বিক্রি করবে সেখানে আদালতের হস্তক্ষেপের কোনও জায়গা থাকে না। একই সঙ্গে ওইদিন অধীরবাবুর মামলাটি খারিজও করে দিয়েছে আদালত। সন্দেহ নেই এই রায় অধীররঞ্জন চৌধুরীর কাছে যেমন বড় ধাক্কা তেমনি রাজ্য সরকারের কাছেও বড়সড় জয়। সব থেকে বড় কথা এই ঘটনায় অধীরবাবু যে সিবিআই তদন্ত চেয়ে এই মামলা ঠুকেছিলেন সেটিও এদিন খারিজ করে দিয়েছে আদালত। আদালত সাফ জানিয়েছে, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে বলে তাঁরা মনে করেন না। 

প্রসঙ্গত, কংগ্রেসি নেতা চিদম্বরম পেশাগত ভাবে আইনজীবী। তিনি রাজ্যের হয়ে লড়েছিলেন এই মামলা। কেন্দ্রে কংগ্রেসি আমলে তিনি সামলেছিলেন অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ। আইনজীবী হিসেবেও তাঁর নাম উল্লেখযোগ্য। রাজনীতি আর ব্যক্তিগত পেশা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যেখানে হাইকম্যান্ডের আপত্তি নেই সেখানে রাজ্যের কিছু স্বঘোষিত কংগ্রেসি আইনজীবী কেন্দ্রের এই নেতাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁরা অধীর ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছিল। তা নিয়ে কম বিতর্ক হয়নি। যা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ড ক্ষুব্ধ হয়েছিলেন অধীরের ওপর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

বাড়ি বাড়ি যাবে লক্ষ্মীর ভান্ডারের শুভেচ্ছা বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর