28ºc, Haze
Sunday, 22nd May, 2022 11:34 pm
নিজস্ব প্রতিনিধি: রবিবার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে চোট পান। বুধবার রাত থেকে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তেই থাকে, চিকিৎসকের পরামর্শেই এসএসকেএমে ভর্তি করানো হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। পুরো ঘটনার তদারকি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গ্রিন করিডর করে লেকগার্ডেন্সের বাড়ি থেকে এসএসকেএমে আনা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তখনও অবচ্ছন অবস্থায় ও শরীরে জ্বর নিয়ে ছিলেন গায়িকা। তারপরেই পিজিতে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় কিংবদন্তিকে। এদিন বিকেলেই গীতশ্রীকে দেখতে এসে তাঁর শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা জানিয়েছেন, ‘করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়। তাই পিজি থেকে বাইপাসের ধারে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হবে সন্ধ্যাদিকে। পড়ে গিয়েছিলেন তাই হার্টে ধাক্কা লেগেছে। ওনার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠুন সন্ধ্যাদি এটাই আশা।’ বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী এসএসকেএমে ঢুকেই চিকিৎসক সোমনাথ কুণ্ডু, অসীম কুণ্ডু, নীলাদ্রি সরকারদের সঙ্গে কথা বলেন। শিল্পীর শারীরিক পরিস্থিতি কেমন তার খোঁজখবর নেন। তারপরেই আরটিপিসিআর রিপোর্ট জেনেই সংবাদমাধ্যমকে জানিয়ে দেন বিস্তারিত।
কিংবদন্তি গায়িকার শরীরে জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। হাসপাতাল চত্বরে শিল্পীর জামাতা জানিয়েছেন, সন্ধ্যার ফুসফুসে সংক্রমণ রয়েছে। বুধবার রাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সন্ধ্যাদির চিকিৎসায় রাজ্য সরকার পাশে আছে।