এই মুহূর্তে




কসবাকাণ্ডে আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে, যাচাই করা হচ্ছে ,মন্তব্য মনোজ ভার্মার




নিজস্ব প্রতিনিধি: সাউথ কলকাতা ল কলেজে একটি কেস হয়েছে পুলিশ তদন্ত করছে । কেস খুবই সেন্সিটিভ রয়েছে তাই আমার খুব একটা ডিটেলস শেয়ার করতে পারছি না । মঙ্গলবার কত নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবা কাণ্ডে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। তিনি বলেন, দ্রুত এফ আই আর করা হয়েছিল। তিনজন এফ আই আর অভিযুক্তকে দ্রুত ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। তারপর তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে । অনেকে এভিডেন্স আমরা কালেক্ট করেছি । সমস্ত কিছু আমরা এনালাইসিস করছি ।বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস রয়েছে সেটা হচ্ছে। ভিক্টিমের (Victim)আইডেন্টিটি সেন্সিটিভ রয়েছে । সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে ভিকটিমের আইডেন্টিটি কোন ভাবে প্রকাশ না করা হয় । আমাদের কাছে প্রচুর ডেটা এসেছে যা এনালাইসিস করা হচ্ছে । যা যা action করার দরকার সব করা হচ্ছে । সোমবার নিরাপত্তা সপ্তাহ উদযাপন শুরু হয় কলকাতা পুলিশের। ১জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রোড সেফটি উইক পালন করা হবে। সোমবার এই নিরাপত্তা সপ্তাহের সূচনা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতায় পথদুর্ঘটনাতে মৃত্যুর সংখ্যা কমছে। সচেতনতা বাড়িয়ে এই সংখ্যা আরো কমাতে হবে,এই বার্তা দিলেন পুলিশ কমিশনার(CP)।

কলকাতা পুলিশ এলাকায় ২৬ টি ট্রাফিক গার্ডে বিভিন্ন থানার মাধ্যমে আগামী এক সপ্তাহ চলবে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি।পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশ কমিশনার বলেন,আমরা সারা বছর ধরেই পথ নিরাপত্তা নিয়ে কাজ করি। বিভিন্ন ট্রাফিক গার্ড থানা থেকেও প্রতিনিয়ত কাজ করা হয়। রোড সেফটি নিয়ে কাজ করার ফল আপনারা দেখেছেন। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। আমরা আশা করছি আগামী ছয় মাসে পথদুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো অনেকটা কমবে। তবে সবকিছুতেই স্পেশাল এফোর্ট কিছু লাগে। আজ সেই প্রচেষ্টা শুরু হল পয়লা জুলাই থেকে আট জুলাই পর্যন্ত চলবে। ডিসি ট্রাফিক অনেকটাই বলেছেন, স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমাজের প্রতিটা অংশকে এর মধ্যে যুক্ত করা যাতে প্রাণ বাঁচানো যায়।শেষ বছরে প্রথম ছয় মাসে ৯২ টি পথ দুর্ঘটনার ঘটনা ছিল। এবছর জুন মাস অর্থাৎ প্রথম ৬ মাসে ৮৪ টি হয়েছে অর্থাৎ আটটি কমেছে।

দক্ষিণ কলকাতা ল কলেজের তদন্ত প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন,সাউথ ক্যালকাটা ল কলেজে দায়িত্ব সহকারে পুলিশ তদন্ত করছে। এই কেসটা খুব সেনসিটিভ রয়েছে। তাই তদন্তের খুঁটিনাটি প্রকাশ্যে আনা যাচ্ছে না। তবে এটাই বলব খুব দ্রুত এফ আই আর করে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত তিনজন ধরা পড়েছে। প্রথম ১২ ঘণ্টাতেই তিনজন ধরা পড়েছে। তারপর প্রমাণ সাপেক্ষে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। অনেক সাক্ষ্য প্রমাণ আমরা কালেক্ট করেছি। তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে নেওয়া হচ্ছে। সিপি বলেন,একটি বিষয়েই আমি সবাইকে অনুরোধ করব। মিডিয়ার মাধ্যমে এটাই সবাইকে অনুরোধ করব। ভিকটিমের আইডেন্টিটি একটি সেনসিটিভ (Sensetive)ইস্যু। মাননীয় হাইকোর্ট ,মাননীয় সুপ্রিম কোর্ট থেকে অনেক গাইডলাইন আছে এর জন্য। একজন নাগরিক হিসেবে আমাদের সম্মান দিতে শিখতে হবে যাতে ওই মহিলার আইডেন্টিটি কেউ প্রকাশ না করেন। যেকোনো প্লাটফর্মে মিডিয়া বা অন্য কোন সোশ্যাল মাধ্যমে যেন তার আইডেন্টিটি প্রকাশ না পায়। কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা টুইট করা হয়েছে একটু দেখে নেবেন। মিডিয়ার কাছে আমার একটু বিশেষ অনুরোধ থাকবে।

তদন্তের কি অগ্রগতি? মনোজ ভার্মা বলেন,যেহেতু খুব সেনসিটিভ ইস্যু আছে তাই ইনভেস্টিগেশন এর ডিটেলস আমি কিছু বলতে চাইছি না। আমাদের কাছে প্রচুর ডেটা এসেছে তা অ্যানালিসিস হচ্ছে। কোন রকম ভাবে যাতে তদন্তে কোনরকম প্রভাব না পড়ে সেই জন্য এইখানে বলা উচিত হবে না ।তদন্ত নিয়ে আমি কিছু বলবো না।কিন্তু হ্যাঁ সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ, পুলিশকে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পুলিশ তদন্তের প্রয়োজনে যা যা দরকার সবটাই করবে।সমস্ত বিষয়কেই তদন্তের জন্য খোলা রাখা হয়েছে। এখনই কোন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল ছাড়ার পরিমাণ কমাতে হবে, ফের ডিভিসি-কে চিঠি পাঠাল রাজ্য

‘বিজেপিকর্মী খুনের মামলায় পরেশ পাল সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই শুনানি নয়’

নিক্কোপার্কের ওয়াটারপার্কে সংজ্ঞাহীন হয়ে যুবকের মৃত্যু

নির্বাচন কমিশনে কেউ নিরপেক্ষ নেই, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, হুঁশিয়ারি মমতার

২৬০০০ চাকরি: এসএসসি-র নতুন শিক্ষক নিয়োগের পথে আর বাধা নেই, হাইকোর্টে খারিজ সব মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ