এই মুহূর্তে




সোমবার দুপুর সাড়ে ১২টায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনে ফের বৈঠকের ডাক মুখ্য সচিবের




নিজস্ব প্রতিনিধি: সোমবার রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ডাক দিলেন। রবিবার বিকেলে রাজ্যের মুখ্য সচিব(CS) মনোজ পন্থের পক্ষ থেকে ই-মেইল করে পাঠানো হয় চিকিৎসক সংগঠনগুলিকে। সেই ইমেইলে স্পষ্ট বলা হয় সোমবার দুপুর সাড়ে বারোটায় স্বাস্থ্য ভবনে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিটি সংগঠনের দুজন করে প্রতিনিধি উপস্থিত হন বৈঠকে। সেই বৈঠকে আন্দোলনরত চিকিৎসকদের যে ১০ দফা দাবি আছে তা নিয়ে আলোচনা হবে। কোন সংগঠন থেকে কোন নেতারা আসবেন তাদের নাম ই-মেইল(E – Mail) করে মুখ্য সচিবকে জানানোর জন্য আবেদন জানানো হয়েছে।

আগামী ১৫ অক্টোবর যেভাবে চিকিৎসক সংগঠন গুলি কর্মসূচি গ্রহণ করেছেন কর্ম বিরতির তা প্রত্যাহার করার জন্য ইমেইল করে অনুরোধ জানিয়েছেন মুখ্য সচিব। পরপর দুবার মুখ্য সচিবের পক্ষ থেকে ইমেইল করে চিকিৎসক সংগঠনগুলিকে তাদের আন্দোলন থেকে সরে এসে আলোচনার টেবিলে বসে সমাধানের রাস্তা খোঁজার আবেদন জানানো হয়েছে।রাজ্যের মুখ্যসচিব সোমবার দুপুর সাড়ে বারোটার মধ্যে চিকিৎসকদের আন্দোলনরত সংগঠনগুলির নেতাদের ওই বৈঠকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচী রবিবার আট দিনে পড়ে। ইতিমধ্যে তিনজন চিকিৎসক স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০০ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এই অনশন কর্মসূচি(Hunger Movement)। এরপরেই এই আন্দোলন থেকে সমাধানের রাস্তা খুঁজতে এবং যেভাবে জুনিয়র চিকিৎসকরা ধীরে ধীরে কর্ম বিরতি কর্মসূচিকে তীব্রতর করে তুলছে তা স্বাভাবিক করতে রবিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ফের আলোচনায় বসার জন্য আন্দোলনকারী চিকিৎসকদের কাছে ই- মেইল করে আবেদন জানালেন। রবিবার ধর্মতলায় অনশনরত জুনিয়ার ডাক্তারদের আন্দোলন মঞ্চে রাখি বাঁধার কর্মসূচি নেওয়া হয় ।শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করতে সেখানে অভিযোগ হাঁড়ি নামে বেশ কয়েকটি হাঁড়িকে চেয়ারের ওপরে বসানো হয়।রবিবার সন্ধ্যায় ফের স্লোগান দিতে শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা। আর তার মধ্যেই ই-মেইল এসে পৌঁছয় চিকিৎসকদের কাছে ফের বৈঠকের বসার আর্জি জানিয়ে মুখ্য সচিবের পক্ষ থেকে। ওই ই- মেইল পাওয়ার পর বৈঠকে বসেন আন্দোলনরত চিকিৎসক সংগঠন গুলি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেষারেষি কমাতে বেসরকারি বাসে কমিশন প্রথা তোলার প্রস্তাব রাজ্যের

অস্থায়ী কর্মবন্ধুদের জন্য সুখবর, এক ধাক্কায় বেতন বাড়ল ২ হাজার টাকা

কতগুলি ট্যাবের টাকা গায়েব হয়েছে? রিপোর্ট চাইল নবান্ন

স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! সাধারণ মানুষের সুবিধার্থে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

অতি চালাকি করতে গিয়ে ফাঁসলেন আইসি, সরানোর নির্দেশ বিচারপতির

জেলে গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয়, ভর্তি করানো হল হাসপাতালে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর