এই মুহূর্তে




আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যসচিব




নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২৪ ঘন্টা পার হওয়ার পর রাজ্যের মুখ্য সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য ডাকলেন জুনিয়র ডাক্তারদের। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ১০ থেকে ১৫ জনের প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে নবান্নে(Nabanna)। তবে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি উল্লেখ করেছিল সেই দাবিগুলির কথা ওই চিঠিতে নেই। মুখ্য সচিবের ওই চিঠিতে পড়ুয়া চিকিৎসকদের উদ্দেশ্যে বলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও আপনারা এখনো কাজে যোগ দেননি।

আশা করা যায়, অতি দ্রুত আপনারা কাজে যোগ দেবেন এবং একই সঙ্গে নবান্নে সন্ধ্যেবেলার বৈঠকে আলোচনার জন্য আসবেন।কিন্তু সমস্ত রকম আলোচনা হবে এই দরজা খোলা রেখে নবান্ন থেকে মুখ্য সচিব মনোজ পন্থ চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে থাকা জুনিয়ার ডাক্তারদের।জুনিয়র ডক্টর ফ্রন্ট -এর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে দুপুর নাগাদ তারা বলেন,মঙ্গলবার সন্ধ্যেবেলা সংবাদ মাধ্যমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী আমাদের অপেক্ষায় ছিলেন । যে মেইল পাঠানো হয়েছিল গতকাল সন্ধ্যে বেলা সেই মেইল এ মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ ছিল না । দুটি মেইল করা হয়েছে আন্দোলনকারীদের তরফে । মঙ্গলবার মেল করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং দ্বিতীয় মেইল বুধবার ভোর ৩.৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে(CM) করা হয়েছে ।

মুখ্যমন্ত্রীকে(CM) মেইলে আন্দোলনকারীদের ৫ দফা দাবি গুলো জানানো হয়েছে । ৩০ জন এর প্রতিনিধি দল সরকারের সঙ্গে বৈঠক এ বসতে প্রস্তুত বলে জানানো হয়েছে । সেই বৈঠকের লাইভ টেলিকাস্ট করার দাবি রাখা হয়েছে। বেলা ৩ টে পর্যন্ত এখনো এই দুটি মেইল – এর কোনো জবাব আসে নি সরকারের তরফে বলে তারা দাবি করেন। এই সাংবাদিক সম্মেলনের কিছু পরেই অর্থাৎ অবস্থানে বসে থাকার ২৪ ঘন্টা পেরোনোর মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব আলোচনায় বসার আহ্বান জানিয়ে পড়ুয়া চিকিৎসকদের বার্তা পাঠান। এই বার্তা পাওয়ার পর জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেছেন। তারা এই বার্তায় সাড়া দেবেন কিনা এবং সেখানে গেলে কি কি বিষয় আলোচনা হবে সব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক শুরু হয়েছে পড়ুয়া চিকিৎসকদের।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

LIVE

LIVE : কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

দমদমে রেস্তোরাঁতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতিদের, মারধর করার অভিযোগ, তদন্তে পুলিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ