এই মুহূর্তে




ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি




নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিনের দেশের একাধিক রাজ্যে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। একইসঙ্গে দুটি রাজ্যে ভারী তুষারপাতেরও সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে দেশে আবারো ঘূর্ণিঝড়(Cyclone) আঘাত আনতে তৈরি হচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত গোটা দেশের ২০টির বেশি রাজ্যে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৌসম বিভাগের পক্ষ থেকে। এদিকে গত ২৪ ঘন্টায় হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে তুষার পাত এবং সইতে প্রবাহ ব্যাপকভাবে হওয়ায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে। উত্তর ভারতের একাধিক রাজ্য ভয়ংকর কুয়াশার কবলে পড়েছে। এর পাশাপাশি দিল্লি ,হারিয়ানা, চন্ডিগড়ে বৃষ্টি হয়েছে।

রবিবার সকালে কুয়াশার কারণে প্রায় ৪৫টি ট্রেন দেরিতে চলাচল করেছে। শনিবার লাহউল – স্পিতির তাবো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সমাধতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ডিগ্রি সেলসিয়াস। কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রী সেলসিয়াস ও মানালিতে মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণবাত্ত সঞ্চালনের কারণে পশ্চিমে ঝঞ্জা মধ্য পাকিস্তান এবং আশেপাশের অংশে সক্রিয় রয়েছে। পশ্চিম রাজস্থান এবং আশেপাশে একটি ট্রফ সহ পশ্চিমী ঝঞ্ঝা শক্তি বাড়াচ্ছে। এর দরুন উত্তর-পূর্ব আরব সাগর থেকে পশ্চিম বাতাস বইয়ে এসে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের সমভূমিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাবে। সোমবার অরুণাচল প্রদেশের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম ,মেঘালয়ের উপর দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে ১৫ জানুয়ারি পর্যন্ত তামিলনাড়ু, কারাইকাল, রায়ালোসিমা, অন্ধ্রপ্রদেশ – এ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১৪ই জানুয়ারি রাত থেকে নতুন পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতে প্রভাবিত হতে পারে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাক, হিমাচল প্রদেশ এবং পূর্ব রাজস্থানে কালো মেঘের সঞ্চার হতে পারে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থান উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, অসম, মেঘালয়, ছত্রিশগড়, সিকিম, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ১৫ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত সকাল অথবা সন্ধ্যার দিকে হতে পারে।

একইসঙ্গে এইসব রাজ্যে কুয়াশার প্রভাব থাকতে পারে। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত থেকে উত্তর-পশ্চিম ভারতের একটি নতুন পশ্চিমী ঝঞ্জা, শক্তিশালী বাড়ালে বৃহস্পতিবার এবং শুক্রবার হিমাচলে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে আর মকর সংক্রান্তি পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। মকর সংক্রান্তিতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে। কুয়াশা থাকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা একদম নেই পৌষের শেষে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রথম পক্ষের স্বামী কুপিয়ে মারল দ্বিতীয় পক্ষের স্বামীকে

জামতারা গ্যাংয়ের কোমর ভাঙতে অপারেশন ‘সাইবার শক্তি’ সিআইডির

মাত্র ১ টাকায় চিকেন বার্গার! খেতে হলে চটজলদি ঢুঁ মারুন এই রেস্তোরাঁয়

বিএসএফের পোশাক পড়ে পাচার করতে গিয়ে মালদা সীমান্তে গ্রেফতার ৩ পাচারকারী

জোরপূর্বক চিকিৎসা করাতে আসা শিশু কন্যার বমি পরিষ্কার করানো হল তার বাবাকে

নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলরকে শোকজ করে ৫ দিনের মধ্যে জবাব চাইল নেতৃত্ব

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর