27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:19 pm
নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হল বাগুইআটির এক ৮ বছর বয়সী মেয়ের। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ওই বালিকা। বুধবার সকালে বিধান চন্দ্র রায় শিশু হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বালিকার নাম ঋত্বিকা সাউ। ৮ বছর বয়স তার। বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঋত্বিকা সাউ বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। রিপোর্টে NS1 পজেটিভ উল্লেখ করা হয়েছে। আট বছরের মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
আরও পড়ুন ডেঙ্গু সচেতনতায় রাস্তায় নামলেন মন্ত্রী ফিরহাদ
প্রসঙ্গত রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেই আবহে বুধবার আবার কলকাতায় ডেঙ্গু আক্রান্ত বালিকার মৃত্যুর খবর সামনে এল। এই ঘতনা নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিধাননগরেও একই সমস্যা। প্রচুর খালি জায়গা ও মাঠ পড়ে আছে। আর মানুষের অভ্যাস যে তাঁরা নোংরা আবর্জনা গিয়ে সেখানে ফেলছেন। তবুও আমি বিধাননগর পুরসভাকে বলব যে বিষয়টি নিয়ে আরও সতর্ক হতে। যেভাবে আমরা কলকাতায় একটা নিয়ম আনব ভাবছি যে ফাঁকা জায়গায় নোংরা ফেললে তা পরিষ্কার করলে তিনগুণ চার্জ দিতে হবে। বিধাননগরকেও সেই দিকটা দেখতে বলব।’ ডেঙ্গু মোকাবিলায় বিধাননগর পুরসভার তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। মশা মারার জন্য তেল এবং ব্লিচিং এলাকায় দেওয়া হচ্ছে প্রতিদিন পুরসভার তরফে।