27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:40 pm
নিজস্ব প্রতিনিধি: ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু (Dengue)। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে এবং নজরদারি চালাতে রাস্তায় নামলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতায় প্রচারে নামেন। নিজের ওয়ার্ডে এদিন ঘুরে দেখতে বেরিয়ে কোথাও জঞ্জাল বা জল জমে আছে কিনা সে বিষয়ে নজরদারি চালান তিনি। এদিন চেতলা, হাটরোড, চেতলা সেন্ট্রাল রোড-সহ বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখেন মেয়র। এদিন কলকাতার মহানাগরিকের সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার৷ বুধবার নিজের ওয়ার্ডে ঘুরে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়ও যান ফিরহাদ হাকিম। ৭৩ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি কাজরী বন্দ্যোপাধ্যায় এদিন মেয়রের সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি দল পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন
প্রসঙ্গত কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। ডেঙ্গু রুখতে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে না মশাবাহিত এই রোগকে। ডেঙ্গু মোকাবিলায় মঙ্গলবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব। সেখানে রাজ্যের স্বাস্থ্য সচিবকে তলব করা হয়। একইসঙ্গে রাজ্যের বেশ কয়েকটি জেলার জেলাশাসক ভার্চুয়ালি সেই বৈঠকে অংশ নেন। মঙ্গলবার ওই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নবান্ন থেকে জেলায় জেলায় বিশেষজ্ঞদের টিম পাঠানো হবে। এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে জেলাশাসকদের। বাড়াতে হবে নজরদারি। কোথায় কোথায় আবর্জনা জমছে তা দেখতে মহকুমা শাসক(SDO) বা বিডিওদের (BDO) মাঠে নামাতে হবে। সূত্রের খবর, ডেঙ্গু মোকাবিলায় ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।