নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির জন্য স্পেশাল অপারেশন চালানো হচ্ছে কলকাতার অলিগলিতে। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে ডেঙ্গু (Dengu)পরিস্থিতি খতিয়ে দেখছেন কলকাতার অলি গলি সহ বিভিন্ন জায়গায়। এবার কলকাতা কর্পোরেশনের তরফ থেকে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য টালিগঞ্জের সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার বা CPWD কোয়াটারের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ কলকাতা পৌর নিগমের একটি বিশেষ টিম।
যেখানে পৌর সংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে মাইকিং করে মানুষজনকে সচেতন করেন। চলে ড্রোনের সাহায্যে নজরদারি।সেন্ট্রাল গভর্মেন্টের এই কোয়াটার বা CPWD কলকাতা কর্পোরেশনের কাছে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানান কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ। এর আগে সোমবার যাদবপুরের বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে গিয়ে ড্রোনের মাধ্যমে ডেঙ্গু মশা দমনে কীটনাশক স্প্রে করান অতীন ঘোষ।
তারপর তিনি যান বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে । সোমবার তিনি কলেজ স্ট্রিটের বই পাড়া এলাকা পরিদর্শন করেন। একইসঙ্গে যান মেডিকেল কলেজ হাসপাতালে।কলকাতা কর্পোরেশনের ৯৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু অভিযান চালালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ(Deputy Mayoy Atin Ghosh) পুরো এলাকা খতিয়ে দেখেন।কলকাতা কর্পোরেশনে ৯৭ ওয়ার্ডেও ডেঙ্গু দমনে অভিযান চালায় পুরসভার কর্মীরা।