এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রবিবার ৯৯টি প্রতিমা নিয়ে রেড রোডে হবে কার্নিভাল, তবে একটি বিগ্রহের বিসর্জন হবে না!

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ অক্টোবর রেড রোডে কার্নিভাল (CARNIVAL)। প্যাণ্ডেল বাঁধার কাজ প্রায় শেষ। রেড রোড সাজানো হচ্ছে রং-বেরংয়ের আলোয়। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের প্রায় ৯৯টি প্রতিমা নিয়ে হবে কার্নিভাল। গত ২ বছর আতিমারির কারণে এই জৌলুস দেখা যায়নি। তবে এবারে জৌলুস বাড়ছে আরও। কারণ, ইউনেস্কোর বিশেষ মর্যাদা। অন্যান্য প্রতিমার বিসর্জন হলেও একটি প্রতিমার বিসর্জন হবে না!

জানা গিয়েছে, আগামী শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে হবে রেড রোডে কার্নিভাল। সেই কার্নিভাল চলবে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে। যেই পুজো কমিটির প্রতিমা শোভাযাত্রায় অংশ নেবে, সেই কমিটিগুলি চলতি বছরে জিতে নিয়েছে বিশ্ববাংলার কোনও না কোনও শারদ সম্মান। শোভাযাত্রায় থাকবে বিশেষ ট্যাবলো। গান, ধুনুচি-ছৌ নাচ সহ থাকবে অনেক কিছু। শোভাযাত্রায় যেমন পুজো কমিটিগুলির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,  তেমনই রাজ্যের পক্ষ থেকেও আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। পুলিশ মেমোরিয়ালের সামনে দিয়ে এসে শোভাযাত্রা দাঁড়াবে মূল মঞ্চের সামনে।  তারপর এগিয়ে যাবে বিসর্জনের জন্য।

তবে এই বছর বাবুবাগান সর্বজনীনের বিগ্রহ বিসর্জন হবে না। প্রতিপদের দিন এই প্রতিমা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছিলেন, অসাধারণ এই মূর্তি আলিপুর মিউজিয়ামে রাখার জন্য। স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে এবারে বাবুবাগানের মণ্ডপ সেজেছিল ১৯৪৭ সাল থেকে আজ অবধি ভারতে যত ধরণের কয়েন তৈরি হয়েছে তার আদলে। ছিল সত্যিকারের কয়েনও। কয়েনের রেপ্লিকা ছিল প্লাস্টার অব প্যারিস দিয়ে তৈরি। দেবী অধিষ্ঠিতা ছিলেন কয়েনের মিউজিয়ামে। ১৬ ফুটের বৃহদাকার কয়েনে ছিলেন দেবী দুর্গা। প্রতিমা ১৪ ফুটের। মণ্ডপে ছিল কয়েন পার্ক-ও। থিম শিল্পী ছিলেন সুজাতা গুপ্ত। মুখ্যমন্ত্রীর ইচ্ছায়, শুধু প্রতিমা নয়, সংরক্ষিত হবে মণ্ডপের বিভিন্ন অংশও।

কার্নিভালে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। তবে সৌরভ জায়া ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশন করার কথা থাকলেও, তিনি অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে তিনি উডল্যাণ্ড হাসপাতালে ভর্তি। এই বছর কলকাতার পুজোর আমেজ নিতে কার্নিভালে উপস্থিত থাকবেন বিদেশের একাধিক মানুষ। সরকারের পক্ষ থেকে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। পুজো কমিটিগুলির শোভাযাত্রা এগিয়ে যাওয়ার সময় বাজবে থিম সং।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, ঢেউচা-পাঁচামিই বাংলার ভবিষ্যত, নৈতিক জয় তৃণমূলের

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

‘সব চাকরি বিক্রি হয়নি, একা তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও হবে না’, দাবি নওশাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর