এই মুহূর্তে




অনিকেতের ‘Notorious Criminal’র খেসারত গুনবেন এবার দেবাশিষরা, এল নয়া সংগঠন

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ক্ষোভ জমছিল আগেই। অপেক্ষা ছিল শুধু বিস্ফোরণ মুহুর্তের। মজার কথা সেই বিস্ফোরণের সুযোগটা করেও দিলেন তাঁরাই যাদের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। ‘Notorious Criminal’, শুধু এই শব্দটাই রাতারাতি সব পরিস্থিতি পাল্টে দিল। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত মাহাতো(Aniket Mahato) বলেছিলেন(Remarks), যাদের বিরুদ্ধে Threat Culture’র অভিযোগ রয়েছে, তাঁরা এক এক জন ‘Notorious Criminal’ বা দাগি অপরাধী। সেই মন্তব্য করা হয়েছিল যে ৫১ জনের বিরুদ্ধে তাঁরা আর জি কর হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দ্বারা সাসপেন্ড হলেও কলকাতা হাইকোর্ট সেই সাসপেন্ডের সিদ্ধান্তকেই খারিজ করে দেয়। তারপরেও অনিকেতের সেই মন্তব্য এখন কার্যত তাঁর বিরুদ্ধে এবং তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের মধ্যেই তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। যার নিট রেজাল্ট অনিকেত আর তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এদিন থেকেই আত্মপ্রকাশ করছে West Bengal Junior Doctors’ Association।

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতির Middleman প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

অনিকেতের মন্তব্য কোনও মহলেই মেনে নেওয়া হয়নি। এমনকি যারা এতদিন পিছন থেকে অনিকেতদের যাবতীয় কীর্তিকলাপকে মদত দিয়ে আসছিলেন তাঁরাও মেনে নিতে পারেননি সেই মন্তব্য। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনিকেত যাদের উদ্দেশ্য করে ওই মন্তব্য করেছিলেন তাঁরাই এখন তাঁকে আইনি নোটিস পাঠিয়ে জানিয়ে দিচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশ্যে বা সমাজমাধ্যমে অনিকেতকে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, নাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে। অনিকেত অবশ্য এখনও না ক্ষমা চেয়েছেন না কোনও আইনি নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু অনিকেতের সঙ্গীদের এখন ভাবাচ্ছে West Bengal Junior Doctors’ Association। কার্যত এই সংগঠনের জন্ম এখন জুনিয়র ডাক্তারদেরই দুই শিবিরে ভাগ করে দিয়েছে। তার থেকেও বেশি অনিকেতদের একঘরে করে দিয়েছে। যারা নয়া সংগঠন তৈরি করছেন তাঁরা জানিয়েছেন, আন্দোলনের উদ্দেশ্য ছিল আর জি করে নির্যাতিতার অত্যাচারীদের শাস্তি প্রদান। কিন্তু অতি বামের হাতে পরে সেই আন্দোলন রাজ্যের শাসক বিরোধী রাজনোইতিক আন্দোলনে পরিণত হয়েছিল। মুখ্য উদ্দেশ্য হারিয়ে গিয়েছিল।

আরও পড়ুন, পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসের সমীক্ষায় নয়া নিয়ম জুড়লো রাজ্য

শুশু তাই নয়, তাঁদের আরও দাবি, যেভাবে অনিকেতরা সব জুনিয়র ডাক্তারদের হুমকি ধমকি দিয়ে মানুষমারা কর্মবিরতিতে যেতে বাধ্য করেছিল, তা মেনে নেওয়া যাচ্ছিল না। তাই রাস্তা আলাদা করে নিতেই হল। নয়া সংগঠনের আহ্বায়ক করা হয়েছে ২জনকে। চিকিৎসক শ্রীশ চক্রবর্তী এবং প্রণয় মাইতিকে। সংগঠনের তরফে প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ‘অরাজকতা’ তৈরি করতে চাইছে। একই ভাবে যারা সে সবের প্রতিবাদ করছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে ভূমিকা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে Threat Culture’র মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা সংগঠন গড়ে ‘সত্যি’টা মানুষের কাছে তুলে ধরতে চান ওই নতুন সংগঠনের চিকিৎসক নেতৃত্ব। তাঁদের সাফ দাবি, ‘এ বার মানুষের বেছে নিতে সুবিধা হবে যে, তাঁরা যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের পাশে থাকবেন? না কি যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তাঁদের সঙ্গে থাকবেন।’ বস্তুত, অনিকেতের মন্তব্যের দরুণ ক্ষুব্ধ চিকিৎসকেরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তেমন হলে তাঁরা সুপ্রিম কোর্টে বিষয়টিকে নিয়ে যেতে চান।

আরও পড়ুন, ‘ডানা’র বৃষ্টিতে ৩ জেলার চাষে ক্ষয়ক্ষতির হিসাব শুরু, ধাক্কা ২৫ হাজার হেক্টর জমিতে

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারেরা যখন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলেন, সেই সময় অন্য একটি অংশ তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দফায় দফায় দেখা করেছিল। সূত্রের খবর, তখন থেকেই পাল্টা সংগঠন গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। যা এদিন অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে চলেছে। নতুন সংগঠনের নেতারা ঘোষণার আগে আনুষ্ঠানিক ভাবে কিছু বলেননি। তবে, একান্ত আলোচনায় তাঁরা দাবি করেছেন, আন্দোলন যারা করছেন, তাঁদের ‘চাপে’ অনেকে ওই শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। এ বার ধীরে ধীরে সেই অংশ তাঁদের দিকেই শামিল হবেন। এই নয়া সংগঠন কার্যত অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের পালটা সংগঠন। মজার কথা নতুন সংগঠনের যে ব্যানার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, একদম নীচে কবিগুরুর বিখ্যাত কবিতা ‘দুই বিঘা জমি’ কবিতার সাড়া জাগানো লাইন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’ লেখা রয়েছে। আর এই কবিতার লাইনই এখন সব বলে দিচ্ছে, আগামী দিনে এই সংগঠন অনিকেত-দেবাশিসদের কতটা কোনঠাসা করে দিতে চলেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

বৈঠকে বনসলের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানালেন বিজেপি বিধায়করা

চিন্ময় প্রভুকে নিয়ে ইসকনের পাশে দাঁড়াতে চায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর

ফের ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড মেট্রো ষ্টেশনে আত্মহত্যার চেষ্টা , ব্যাহত পরিষেবা

বাংলা শিক্ষার প্রাধান্য অবশ্যই দিতে হবে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর