এই মুহূর্তে




দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর




নিজস্ব প্রতিনিধি: জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। অভিযোগ সেই সুযোগকে সামনে রেখে পর্যটকদের ওপর ঝোপ বুঝে কোপ মারতে হোটেলের ঘর ভাড়া বাড়ানো হয়েছে ইচ্ছে খুশি মতো। রথযাত্রা আসন্ন। তাই তার আগে রাতারাতি হোটেল কর্তৃপক্ষদের এই ভাড়া বাড়ানোর বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তিনি প্রশাসনকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটি হোটেলের সামনে বাধ্যতামূলকভাবে ঘর ভাড়ার রেট ডিসপ্লে হিসেবে ঝোলানো নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটকদের ঠকানো যাবে না। ন্যায্য মূল্যে ঘর ভাড়া দিতে হবে। নইলে হোটেল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন। সূত্রের খবর হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে জেলা প্রশাসন। সেখানে করা বার্তা দেওয়া হয়েছে হোটেল মালিকদের।

এর পাশাপাশি পর্যটকদের হেনস্তা আটকাতে একটি ফোন নাম্বার চালু করছে জেলা প্রশাসন। কোন পর্যটক কোনভাবেই দিঘায়(Digha) এসে হেনস্থা হলে ওই নাম্বারে ফোন করলে তৎক্ষণাৎ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। দিঘায় ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর থেকে হোটেলের ঘর ভাড়া(Room Rate) বাড়িয়ে দেওয়া হয়েছে যানবাহনের ভাড়া বেড়ে গিয়েছে। শুধু তাই নয় খাবারও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। মাত্র ৭০০ টাকার ঘরভাড়ার বদলে চাওয়া হচ্ছে দু থেকে তিন হাজার টাকা। যানবাহনের মূল্যবৃদ্ধি ইচ্ছে খুশি মত বাড়ানো হয়েছে। যেকোনো খাবার চার গুণ দামে বিক্রি হচ্ছে। অনেক পর্যটককে অতিরিক্ত পয়সা দিয়ে ঘর ভাড়া নিতে না পেরে সৈকতের ধারে রাত কাটাতে হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ মুখ্যমন্ত্রী (CM)জানার পর তিনি এই বিষয়ে জেলা প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসন কেন এত দিন ব্যবস্থা নেন নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দীঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সভাপতি বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন বড় হোটেলের ঘর ভাড়ার ট্রেড সবসময় নির্দিষ্ট থাকে।

কিন্তু ছোট হোটেল গুলিতে তা থাকে না সেই কারণেই প্রশাসনিক ভাবে ঘর ভাড়ার তালিকা এবার ঠিক করতে বলা হয়েছে। শুধু তাই নয় পর্যটকরা আসার পর তাদের নাম ঠিকানা নির্দিষ্ট পোটালে আপলোড করতে হবে। যে সকল হোটেল মালিক এই নির্দেশ অমান্য করবে তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হবে। রামনগর এক ব্লকের প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন, দিঘায় হোটেল ভাড়াতে স্বচ্ছতা আনতে সব হোটেল মালিক কে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশ এ বলা হয়েছে হোটেল ভাড়ার নির্দিষ্ট তালিকা গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। পাশাপাশি হোটেলের সামনে ডিসপ্লে বোর্ডে লিখতে হবে ।নিয়ম না মানলে কড়া ব্যবস্থা গ্রহণ করবে পঞ্চায়েত। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল জানিয়েছেন, পর্যটকদের অভিযোগ খতিয়ে দেখতে প্রতিনিয়ত একটি করে প্রতিনিধি দল হোটেল ভিজিট করছে। জেলাশাসক(DM) পূর্ণেন্দু মাঝি জানান, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে হোটেল গুলিতে বাড়তি ভাড়া যাতে কেউ না নেয় তা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ