এই মুহূর্তে

বঙ্গে অমিত, বেপাত্তা দিলীপ, শাহি সফরকে গুরুত্বই দিচ্ছেন না

নিজস্ব প্রতিনিধি: এক নয়। বার বার। একাধিকবার। এবং আবারও। দিল্লি থেকে বাংলায়(Bengal) উড়ে এলেন বিজেপির(BJP) নম্বর টু এবং দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। অথচ তাঁর সেই সফরকে কিনা গুরুত্বই দিচ্ছেন না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। অমিত শাহের ২ দিনের বঙ্গ সফরের ধারেকাছেও নেই দিলীপ। কার্যত এই শাহি সফরের মাঝে কোথাও দেখা মিলবে না দিলীপ ঘোষের। তিনি নিজের কর্মসূচি নিয়েই ব্যস্ত থাকবেন এই দুইদিন। যখন অমিত সফরের জেরে বঙ্গ বিজেপির প্রায় সব নেতানেত্রী গিয়ে হাজির হয়েছেন বীরভূম মাটিতে বা থাকবেন কলকাতার বুকে, সেই তালিকায় দেখাই মিলবে না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। তিনি থাকছেন এই সবের থেকে যোজন যোজন দূরে। এর আগেও শাহের সফরকালে দিলীপকে তাঁর ধারেকাছে দেখা যায়নি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফরকালেও দিলীপকে দেখা যায়নি। এবার্বে আবারও সেই একই ঘটনার পুনঃরাবৃত্তি ঘটল।

আরও পড়ুন সিউড়ির সার্কিট হাউসেই শাহি ভোজ সারবেন শাহ, খোঁচা তৃণমূলের

কিন্তু শাহি সফরে কেন অনুপস্থিত দিলীপ? সূত্রে জানা গিয়েছে, দিলীপ গুরুত্ব পান না অমিতের কাছে বা নাড্ডার কাছে। তাই কিছুটা অভিমানের জায়গা থেকেই নিজেকে দূরে সরিয়ে রাখছেন তিনি। অস্বীকার করার উপায় নেই দিলীপ এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির সেরা সভাপতি। তাঁর সভাপতিত্বকালেই বাংলার বুকে বিজেপির সব থেকে বেশি বিস্তার ঘটেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ১৮টি আসন প্রাপ্তি বা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ৭৭টি আসন প্রাপ্তির ঘটনা দিলীপের আমলেই ঘটেছে। অথচ সেই ফলাফল বা সাফল্যকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় বসানো হয় সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) যার আমলে বাংলার বুকে একের পর এক নির্বাচনে বিজেপি শুধু হেরেই চলেছে তাই নয়, জায়গায় জায়গায় জামানত জব্দ হচ্ছে বিজেপির। দিলীপ যে সাফল্য বাংলার বুকে দেখিয়ে গিয়েছেন তার ধারে কাছে আসতে পারছেন না সুকান্ত।

আরও পড়ুন কেষ্টগড়ে অমিত শাহ, খুশির হাসি তৃণমূলে, কেন জানেন?

একই রকম ভাবে সামনে এসেছে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) গুরুত্বও। বঙ্গ বিজেপিতে শুভেন্দু একা ও কোনঠাসা হচ্ছেন নিত্যদিন। তারপরেও তাঁকে রাজ্যের বিরোধী দলনেতার পদে বসিয়ে রাখা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে গুরুত্বও দিয়ে চলেছে। অথচ শুভেন্দু যে যে নির্বাচনে দলকে জেতাবার দায়িত্ব নিয়েছিলেন সেই সব নির্বাচনে বিজেপি শুধু গোহারান হেরেছে তাই নয়, জামানতও খুইয়ে বসে রয়েছে। অর্থাৎ রাজ্য রাজনীতিতে শুভেন্দুর যে দাপট এতকাল ধরে চোখে পড়ত তা অস্তমিত বিজেপি পর্বে। অথচ দিলীপকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই মূলত দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুকান্ত-শুভেন্দুর গুরুত্ব থেকে যাওয়ায় দিলীপ নিজেকে এইসব কর্মসূচী থেকে দূরে সরিয়ে রেখেছেন। একইসঙ্গে প্রকট হয়েছে পদ্মের গোষ্ঠীদ্বন্দ্বও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

বাড়ি বাড়ি যাবে লক্ষ্মীর ভান্ডারের শুভেচ্ছা বার্তা

কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা CISF জওয়ানের

দমদম বিমানবন্দরে দুই বিমানের মধ্যে ধাক্কা, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

প্রথম দফায় কোচবিহারে সবচেয়ে বেশি আধা সেনা

মমতার বিরুদ্ধে কুমন্তব্য, দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর