এই মুহূর্তে




তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন দিলীপ, কী বললেন বিজেপির প্রাক্তন সভাপতি?




নিজস্ব প্রতিনিধিঃ সুকান্ত মজুমদারের জমানা শেষ! বঙ্গবিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই দায়িত্ব তুলে দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা। কিন্তু সেই কর্মসূচিতে ডাক পাননি রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, ডাক পাননি তথাগত রায়ও। শুধু তাই নয়, দিন কয়েক ধরেই বিজেপির ছোট-বড় কোনও কর্মসূচিতেই ডাক পাচ্ছেন না দিলীপ ঘোষ। দলীয় সূত্রের খবর, দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগদানের পর থেকেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের রোষের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। তাই তাঁকে আর কোনও দলীয় কর্মসূচীতে রাখার পক্ষপাতী নয় দল। এদিকে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুভেচ্ছা পেয়েছেন দিলীপ ঘোষ। তখন থেকেই দিলীপ ঘোষের দল পরিবর্তন করে তৃণমূলে যাওয়ার জোর জল্পনা চলছিল। সেই উন্মাদনা আরও বেড়ে যায় দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের বৈঠক। তার মধ্যে বিজেপি দলীয় কোনও কর্মসূচীতে ডাক পাচ্ছেন না দিলীপ, সুতরাং বিজেপির সঙ্গে আলগা হচ্ছে দিলীপের সম্পর্ক। আবার আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এই সুযোগে দিলীপের দল পরিবর্তন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজ নীতিতে। কিন্তু এই জল্পনায় দিলীপ ঘোষ কী বলছেন? তিনি কী সত্যিই তৃণমূলে চলে যাচ্ছেন?

অবশেষে মুখ খুললেন দিলীপ ঘোষ। শুক্রবার (৪ জুলাই) সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের সামনে এই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, ‘আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসেছিল। এবং একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাইনা।’ এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দিলীপ ঘোষ মানেই তো চমক। তবে কি আগামী কয়েক দিনের মধ্যে কোনও চমক দেখবেন তিনি? এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।’

এরপর তৃণমূলের সঙ্গে তিক্ততা নিয়ে দিলীপ বলেন, ‘আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।’ এরপর দিঘা জগন্নাথ মন্দিরে গিয়ে তৃণমূলের প্রতিনিধিত্ব করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমাকে মুখ্যসচিব চিঠি দিয়েছিলেন। আমি একজন সম্মানীয় নাগরিক। সেই হিসেবে গেছি। সরকারি প্রকল্প। কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ