এই মুহূর্তে




রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট




নিজস্ব প্রতিনিধি: আগামী মাসের ৯ অক্টোবর দুর্গা পুজোর এ বছরের ষষ্ঠী তিথি। অর্থাৎ হাতে আর ৩০ টি দিন বাকি। কিন্তু রবিবার উত্তর থেকে দক্ষিণ আরজি কর কাণ্ডের আন্দোলনের জোয়ারে পন্ড হয়ে গেল রবিবারের একমাস আগের পুজোর বাজার। অর্থাৎ এরপর আর তিনটি রবিবার রয়েছে, দুর্গাপুজোর(Durga Puja) জমজমাট কেনাকাটার জন্য। একটি বছর আপামর বাঙালি অপেক্ষা করে থাকে এই শারদ উৎসবের জন্য। কিন্তু আরজি কর কাণ্ডে সেই উৎসবের জোয়ারে ভাঁটা এসেছে।

রবিবার দুপুর থেকে দক্ষিণ থেকে উত্তর মধ্য থেকে হাওড়া পূর্ব থেকে পশ্চিম সর্বত্র সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ এমনকি রিক্সাওয়ালারা পর্যন্ত প্রতিবাদের মহানগরীর রাজপথে সামিল হন।  জন আন্দোলনের এই ঢেউয়ে গড়িয়াহাট থেকে হাতিবাগান, ধর্মতলা থেকে শ্যামবাজার সর্বত্র পূজার বাজার পণ্ড হয়ে যায়। এর আগে কর্মসূচির উদ্যোক্তারা এ বারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে ‘রাত দখল’ করার আহ্বান জানিয়েছিলেন রবিবার। এবার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। রবিবারই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা।

বিকেল ৫টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা।রাস্তাকেই ক্যানভাস হিসাবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দেয় যাদবপুর আর্টিস্ট ফোরাম। রবিবার রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানান শিল্পীদের একাংশ। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়। কর্মসূচিটির পোস্টারে শিরোনাম হিসাবে লেখা হয়, “মুছবি যত, আঁকব তত।”রাত দখলের পাশারাশি সোমবার ভোর দখলও কর্মসূচি নেওয়া হয় কলকাতায়।

সকাল ৬টায় ‘ক্যান্টিন আর্ট কালেক্টিভ’-এর মেয়েরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানান। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, রবিবার রাত থেকেই শুরু হয়েছে ‘মেয়েদের থিয়েটার’। আরজি কর-কাণ্ডের এক মাস পূর্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। সে কথা মাথায় রেখে ৯ মিনিট মৌনীব্রত পালন করেন অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারীরা।আরজি কর-কাণ্ডে দ্রুত বিচার চেয়ে পথে নামেন রিকশাচালকেরা। বিকেল ৪টেয় হেদুয়া থেকে শুরু হয় মিছিল। যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয় ‘তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল’ । কলকাতা মিছিলের নগরী হিসেবে পরিচিত। এই মহানগরী নানা ধরনের রাজনৈতিক আন্দোলন দেখে অভ্যস্ত। কিন্তু জনতার রাস্তায় নেমে জাতীয় পতাকা(National Flag) নিয়ে মোবাইলের টর্চ জ্বেলে, হাতে মোমবাতি(Candel) ও প্রদীপ নিয়ে এই আন্দোলনের ধাক্কায় ম্লান হয়ে গিয়েছে এ বছরের পূজোর মার্কেটের জৌলুস।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর