24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:38 am
নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে সপ্তমী থেকে নবমী পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এমনটাই। তাই আগাম সতর্ক দর্শনার্থীরা। জনতার ঢল নামল পঞ্চমীর দিনেই।
ইউনেস্কোর পালক পেয়েছে কলকাতার দুর্গাপুজো (DURGA PUJA)। রাজ্যের রাজধানী তথা রাজ্য জুড়ে তাই এবারে ছিল বাড়তি উন্মাদনা। বিভিন্ন পুজো কমিটি আরও উজ্জ্বল হিসেবে তুলে ধরেছিল তাদের পুজোকে। সেই উন্মাদনায় পড়তে চলেছে জল। তবে ‘প্যাণ্ডেল হপিং’ হবে না, তাই কখনও হয়?
মহালয়ার দিন থেকে দর্শনার্থীরা প্যাণ্ডেল- প্রতিমা দেখতে আসছিলেন। তবে নিম্নচাপের খবর পেয়েই সেই জনতা এবার পঞ্চমীতেই ঘটালেন জনস্রোত। শ্রীভূমি, নাকতলা উদয়ন সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, টালা প্রত্যয়, দমদম পার্ক, তরুণ সংঘ, সুরুচি সংঘ, একডালিয়ায় দেখা গেল সন্ধ্যে থেকেই উপচে পড়েছে জনতার ঢল। রাস্তাতে ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ আধিকারিক, কর্মীরা। ভিড় সামাল দিতে দিতে হাঁফিয়ে উঠছেন স্বেচ্ছাসেবকরাও। রাজ্যের বিভিন্ন জেলাতেও চিত্রটা একই। বছরে একবার পুজো আসে বলে কথা, তায় এবারে ইউনেস্কোর সম্মান, মানে আনন্দ দ্বিগুণ। প্রসঙ্গত, মেদিনীপুর পুরসভার পুজো পরিক্রমা আগামিকাল সকাল ১০টা থেকে।