এই মুহূর্তে




৫২ ঘণ্টা বন্ধ দুর্গাপুর সেতু, ব্যাপক যানজটের আশঙ্কা




নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ভোগের একশেষ, শনিবার বন্ধ থাকছে দুর্গাপুর সেতু।  কলকাতার দুর্গাপুর সেতু শনিবার দুপুর ২টো থেকে বন্ধ হয়ে যাবে। খুলবে সোমবার সকাল ৬টার পর। সর্বমোট ৫২ ঘণ্টা বন্ধ থাকবে এই সেতু। কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) জানিয়েছে, এই সময়কালের মধ্যে সেতুর লোড টেস্ট করা হবে। সেতুটি এখনও পর্যন্ত কত টন ভার বহন করতে পারছে তা দেখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুর সেতু সাধারণত পরিচিত ডিরোজিও সেতু নামে। এই সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে নিউ আলিপুর এবং চেতলা। দীর্ঘ সময় ধরে সেতু বন্ধ থাকার কারণে ব্যাপক যানযটের আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে উত্তর দিক দিয়ে যে যানগুলিওর যাওয়ার কথা সেগুলিকে নিউ আলিপুর ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। আর দক্ষিণমুখী গাড়িগুলিকে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোডের ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে দুর্গাপুর সেতু বেহালার জন্য একটি প্রধান বিকল্প রুট। ফলে এই সেতু শহরের একটি ব্যস্ততম যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করে। ফলে বেহালার বাসিন্দাদের মনেও দানা বাঁধছে আশঙ্কা।

ডিরোজিও সেতু নিয়ে সরকার এত ব্যস্ত হয়ে উঠল কেন, এ প্রশ্ন মনে আসতেই পারে। আসলে ভুল থেকে শিক্ষা নিয়েই আগেভাগে সতর্ক হতে চাইছে সরকার। ২০২৪ সালের ডিসেম্বরে এই সেতুর নীচে থাকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে সেতুর নিচের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রচন্ড তাপে কংক্রিটের আর্দ্রতা শুকিয়ে গিয়ে প্রায় ভেঙে পড়ার দশা হয়। তারপর থেকেই ডিরোজিও সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ বার লোড টেস্টের মাধ্যমে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি দেখতে চাইছে সেতুটি বর্তমানে কতখানি ভার বহনে সক্ষম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দ্বিতীয় হুগলী সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় নারকেলডাঙার প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

‘ইন্ডিয়া’র বৈঠকে শনিবার কলকাতা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

২১ জুলাই সকাল ৯’টা থেকে দু’ঘণ্টার জন্য কলকাতায় মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ