এই মুহূর্তে

অর্পিতার ফ্ল্যাটে প্রায় ৪ ঘণ্টা ধরে জারি ইডি তল্লাশি

নিজস্ব প্রতিনিধি: বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের (ARPITA MUKHERJEE) বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। তবে ওই ফ্ল্যাট তালাবন্দি ছিল। এরপর চাবিওয়ালা ডেকে ভাঙা হয় ফ্ল্যাটের তালা। দুপুর ১২ টার পর থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে জারি র‍য়েছে তল্লাশি। অন্যদিকে, ইডি এদিন অভিযান চালাচ্ছে বালিগঞ্জ সহ কলকাতার ৪ জায়গায়।

বেলঘরিয়ার ওই ফ্ল্যাট ঘেরা আছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সূত্রের খবর, উপস্থিত আছেন ১ জন ইডি আধিকারিক। পরে ওই ফ্ল্যাটে নিরাপত্তার জন্য নিয়ে আসা হয় আরও ১ গাড়ি কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। ইডি ওই ফ্ল্যাটে নিয়ে গিয়েছে একটি প্রিন্টার। ওই আবাসনেই অন্য ব্লকে ফ্ল্যাট র‍য়েছে অর্পিতার। সেখানেও চালানো হয়েছে তল্লাশি। অন্যদিকে, অর্পিতার বিনোদন সংস্থা ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’। কসবার ওই ফ্ল্যাটেও হানা দেয় ইডি। তবে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’- এর ঠিকানা হিসেবে লেটার বক্সে যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা আদৌ অর্পিতাদের নয়। ওই ঠিকানা অভিযোগকারী ব্যক্তির ভাইয়ের। ওই ব্যক্তি বলেন, এই নিয়ে তিনি থানা ও ইডির কাছে অভিযোগ জানাবেন। এদিকে, আজ ইডির কাছ থেকে অর্পিতার জামাইবাবু কল্যাণ ধর জানতে পারেন তিনি না কি ওই সংস্থার জয়েন্ট ডিরেক্টর। তবে বিস্মিত হয়ে তাঁর উত্তর, এসব তিনি জানেন না। তিনি ওই সংস্থার গাড়ির চালক। এও বলেন, তিনি প্রথমে বেতন পেতেন। পরে কাজ ছেড়ে দিয়েছিলেন। ২ বছর পর আবার যোগ দেন কাজে। তখন তাঁর বেতন হয় ১৮ হাজার ৯০০।

অন্যদিকে বরানগরের দেওয়ানপাড়ায় অর্পিতার পৈত্রিক বাড়িতে অভিযান চালায় ইডি। সঙ্গে কেন্দ্রীয়বাহিনী। তবে অর্পিতার মা তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন। শুরু হয় কথা কাটাকাটি। তাঁর মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, অর্পিতা কতদিন ছাড়া বাড়িতে আসতেন, কার কার সঙ্গে যোগাযোগ ছিল, আর কোথাও কোনও সম্পত্তি আছে কি না।

এদিকে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার ২ ঘণ্টা মেডিক্যাল টেস্ট হয়েছে আজ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রায় ৬ ঘণ্টা ধরে। জেরা করা হচ্ছে পার্থ ও অর্পিতাকেও।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি মন্ত্রিত্ব ছাড়বেন কি না। সেই প্রসঙ্গে পার্থের পাল্টা প্রশ্ন, ‘কী কারণে?’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর