নিজস্ব প্রতিনিধি: আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বেনিয়মের তদন্তে ফের তৎপরতা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শনিবার ইডি আধিকারিকদের দল কলকাতার (Kolkata) তিন জায়গায় হানা (Raid) দেয়। তবে ঠিক কোন অভিযোগে এদিন ইডি অভিযানে নেমেছে তা স্পষ্ট নয়।
শনিবার (Saturday) সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযানে বের হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দলে রয়েছেন ২ মহিলা-সহ চার সদস্য। গার্ডেনরিচ,পার্ক স্ট্রিটের ম্যাকলয়েড স্ট্রিট এবং মোমিনপুরে ইডি’র গোয়েন্দারা তল্লাশি অভিযান চালান। এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি’র প্রতিনিধি দল প্রথমে পার্ক স্ট্রিট লাগোয়া ম্যাকলয়েড স্ট্রিটের ৩৬ বাই ওয়ান এবং ৩৬ বাই ওয়ান টু’র একটি আবাসনে হানা দেন। সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি শুরু করেন। এর পাশাপাশি এদিন গার্ডেনরিচেও হানা দেন ইডির গোয়েন্দারা। সেখানে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি কলকাতার মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটেও হানা দেন ইডি’র গোয়েন্দারা।
সম্প্রতি রাজ্যে একাধিক মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছেন ইডি’র গোয়েন্দারা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার (Arrest) করেছে। পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। অর্পিতাকেও গ্রেফতার করেছেন তদন্তকারীরা।