-273ºc,
Friday, 9th June, 2023 3:08 am
নিজস্ব প্রতিনিধি: এবার ইডির সমন পৌঁছালো কলকাতা পুরসভার কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার ২৯ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দোপাধ্যায়কে(Kajari Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। তবে তিনি সিজিও কমপ্লেক্স – এ ইডির জেরার মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়।
অন্যদিকে,বুধবার ২৯ মার্চ দিল্লিতে কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ এর জন্য ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে। ইডি সূত্রের খবর, ঐদিন দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির কার্যালয় উপস্থিত হয়ে তাকে যে সকল ডকুমেন্টস অর্থাৎ নথি তাকে নিয়ে আসতে বলা হয়েছে, তা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচার কাণ্ডে গত বছর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে, জেরার জন্য হাজির হয়েছিল সিবিআই (CBI)। বেশ কয়েক ঘন্টা তাকে একটানা জেরাও করেছিল সিবিআই অফিসাররা।এর পাশাপাশি গরু পাচার কাণ্ডে দিল্লিতে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূম জেলার সিউড়ি থানার আইসি(IC) আলীকে। গত দুদিন আগেই তাকে দীর্ঘক্ষন জেরা করে কেন্দ্রীয় এজেন্সি ।
বুধবার অর্থাৎ আগামীকাল ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে বীরভূম জেলার সিউড়ি থানার আইসি দিল্লিতেই রয়েছেন ।গত দুদিন আগে সিউড়ি থানার(Siuri P.S.) আইসি কে টানা ৯ ঘন্টা গরু পাচারকান্ডে অনুব্রত মণ্ডলের হয়ে আইনজীবীদেরকে লক্ষ লক্ষ টাকা কেনো পেমেন্ট করছেন তিনি, তা জানতে চান অফিসাররা। একইসঙ্গে তার ভাই লতিফের ছবি দেখিয়ে ভাই সম্পর্কে সিউড়ি থানার আইসির কাছে কি কি তথ্য আছে তা জানতে চাওয়া হয়। তার( সিউড়ির আইসি- র) ব্যক্তিগত সম্পত্তি নিয়েও জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। বুধবার ফের এইসব সংক্রান্ত নানা প্রশ্নের সম্মুখীন থানার আইসি কে হতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।