23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:44 am
নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের জামাইবাবু কমলকান্তি ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে শুক্রবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রের খবর, বীরভূমের ভোল ব্যোম রাইস মিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কমলকান্তি ঘোষকে তলব করা হয়েছে। সূত্রের খবর, এই রাইস মিলের অন্যতম কর্তা হিসাবে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। রাইস মিলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর করতে এবং তথ্য জানতে তলব করা হয়েছে কেষ্টর জামাইবাবুকে।
প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তলব করেছিল কমলকান্তি ঘোষকে। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছিল, কমলকান্তির ১৮টি সম্পত্তির হদিস পেয়েছে তারা। আদতে নানুর থানা এলাকার হাটসেরান্দি গ্রামের বাসিন্দা কমলকান্তির বাড়ি রয়েছে শান্তিনিকেতনের গুরুপল্লিতে। সেটি কার নামে, তা জানা যায়নি। তবে সরকারি তথ্য বলছে, হাটসেরান্দি মৌজা এলাকায় ৩টি জমি, বোলপুর গোবিন্দপুর মৌজায় এলাকায় ১টি জমি ও কালিকাপুর মৌজায় কমলকান্তির নামে ২টি জমি রয়েছে।
উল্লেখ্য গরু পাচার মামলার তদন্তে নেমে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সোমবার ৩৭ জন বিডিও’কে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জন্য নোটিশ পাঠিয়েছে ইডি। একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক(MLA) তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ সিংহ রায়(Avijit Singha Roy) ওরফে রানা সিংহ রায়কে। লিখিতভাবে নোটিশ পাঠানোর পাশাপাশি এদের ইমেইলেও ইডি দফতরভ থেকে নোটিশ (Notice) পাঠানো হয়েছে।