এই মুহূর্তে




‘হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে’, সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় দানাকে ঘিরে উৎকণ্ঠার মধ্যেই ভয়াবহ আগুন লেগেছিল কলকাতার(Kolkata) বড়বাজারে। এজরা স্ট্রিটে টেরিটি বাজারে একটি কাঠের বাক্সের গুদামের আগুন(Terity Market Fire Incident) নেভাতে ঘটনাস্থলে পাঠাতে হয়েছিল দমকলের ১৫ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলের কর্মীদের। শুক্রবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ওই প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এ ব্যাপারে বড় বাজারের একাংশ ব্যবসায়ীর প্রতি যে তিনি বিরক্ত তাও স্পষ্ট করে দেন তিনি। তবে শুধু বড়বাজারের ব্যবসায়ীদের প্রতিই নয়, মুখ্যমন্ত্রী এদিন হাওড়ার ব্যবসায়ীদেরও(Businessman of Howrah and Barabazaar) একই ভাবে সতর্ক করে দিয়েছেন। ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?   

আরও পড়ুন, দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে, ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, ‘টেরিটি বাজারে যে আগুন লেগেছিল, তাদেরকে বললে আবার তর্ক করে। বড়বাজার এলাকার ব্যবসায়ীদের বলছি, হয় আপনারা ফায়ার কন্ট্রোলের বিষয়ে ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে।’ কিন্তু হঠাৎ করে কেন এতটা ক্ষুব্ধ হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান? এর উত্তর অবশ্য মিলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যেই। তিনি বলেন, ‘এমনভাবে রাস্তার ওপরে আপনারা গাড়ি রাখছেন, দোকানের জিনিস রাখেছেন যে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না‌। দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আমি কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে বলছি না, কিন্তু কথা বলতে হবে তো। এই জিনিসটা কলকাতায় আর হাওড়ায় বেশি হয়। রাস্তায় নেমে কাজ করতে হবে। পুলিশকে বলছি, ফিল্ড ভিজিট করে এটা করুন। অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড যাতে ঢুকতে পারে তার জন্য এসব একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে।’ বস্তুত, বড়বাজারে রাস্তা আটকে গাড়ি রেখে মালপত্র ওঠানামা করানো হয় বলে দীর্ঘদিনের অভিযোগ। অতীতে এনিয়ে একাধিকবার সাধারণ মানুষের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল যেখানে আগুন লেগেছিল তার পাশেই ইলেকট্রিকের একটি বাজার রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নিত। অন্যদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢোকাতেও বেগ পেতে হয় কর্মীদের।

আরও পড়ুন, ‘যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে’, দিঘা নিয়ে বাড়তি নির্দেশ মমতার

একই সঙ্গে কলকাতায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনাতেও ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, বড়বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার। তারপরেই সমস্যার সমাধান না হলে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ ক্ষোভের সঙ্গে বলেন, ‘অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে। বার বার বলা হচ্ছে। একটা দমকল ঢোকার জায়গা নেই। বড়বাজারে যারা আছে, কলকাতা পুলিশকে বলবে তাদের সঙ্গে বৈঠক করতে হবে। কলকাতা পুলিশ, পুরসভা আর দমকলের সঙ্গে বৈঠক করতে হবে। এমন বহু মানুষ রয়েছেন, যারা সরু গলিতেও দু-তিনটি করে গাড়ি পার্কিং করেন। অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি কোনও কিছুই ঢুকতে পারে না। যে কোনও সময় সমস্যায় পড়তে পারেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে নির্দেশ দিচ্ছি, মাঝে মাঝে ওই এলাকাগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে হবে। কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করতে করতে হবে।’  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি, রাজ্যে শীতের ইনিংস শুরু হচ্ছে কবে থেকে!

উৎসবের শেষেও বাজার আগুন, ছুটির দিনে কত দরে মিলছে আলু-পেঁয়াজ-রসুন!

সুরেন্দ্রনাথ কলেজ লাগোয়া বৈঠকখানা রোডে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের সন্ধান পেলেন গোয়েন্দারা

নারী ক্ষমতায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন অভিষেক

সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে, জানালেন শিক্ষা সচিব

সুকান্ত- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে  জোড়া নালিশ তৃণমূলের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর