এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

একই লোকের ছবি দিয়ে একাধিক ভোটার কার্ড, চিহ্নিত ৯ লক্ষ

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার সরব হতেন ভুয়ো ভোটার প্রসঙ্গে। শুধু তাই নয়, কংগ্রেসে(INC) থাকাকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর(Jyoti Basu) আমলে সচিত্র ভোটার কার্ড আবশ্যক করার দাবি তুলেই তিনি মহাকরণ অভিযান করেছিলেন যা ২১ জুলাইয়ের(Ekushe July) ভিত্তি গড়ে দিয়েছিল। পরে কংগ্রেস ছেড়ে মমতা তৃণমূল(TMC) গড়লেও সিপিএমের(CPIM) ‘সায়েন্টিফক’ রিগিংয়ের(Scientific Rigging) দাবি থেকে একচুলও সরে আসেনি। কিন্তু বামেদের হটিয়ে তৃণমূলের জমানাতেও সেই ‘সায়েন্টিফিক’ রিগিংয়ের ছবি যে খুব একটা বদলায়নি সেটা এবার সামনে চলে এল নির্বাচন কমিশনের(Election Commission) এক পদক্ষেপে। বাংলার(Bengal) নানা জেলায় ভোটার কার্ড সংশোধন ও ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়েছিল নভেম্বর মাসে। সেই প্রক্রিয়া চলাকালীন সময়েই নির্বাচন কমিশনের নজরে পড়ে একই ব্যক্তির ছবি দিয়ে একাধিক ভোটার কার্ড তৈরি করা হয়েছে একাধিক জেলায়। এরপরেই রাজ্যজুড়ে এই রকম কত ভুয়ো ভোটার কার্ড রয়েছে তা চিহ্নিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। এখন জানা যাচ্ছে রাজ্যজুড়ে এখনও পর্যন্ত এইরকম ৯ লক্ষ্য ভুয়ো ভোটার কার্ডের(Fake Voter Card) সন্ধান মিলেছে ও তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন সোমবারই ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা

নির্বাচন কমিশনের পরিভাষায় আপাতত এই ঘটনাকে ‘ফটো সিমিলার এন্ট্রিজ’ বলেই চিহ্নিত করা হচ্ছে। যদিও খাতায় কল মে তা ভুয়ো ভোটার হিসাবেই চিহ্নিত হচ্ছে। কমিশন এই রাজ্যে এমন ন’লক্ষেরও বেশি ভোটার কার্ডকে চিহ্নিত করার পাশাপাশি প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাক্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশনের অভিমত, একই লোকের ছবি দিয়ে অন্য নামে একাধিক ভোটার কার্ড তৈরি করে তা একাধিক জেলার নানা বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে বেশ পরিকল্পিত ভাবেই। এই ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা এটাই যে, ভোটার কার্ডের ছবির সঙ্গে যার চেহারার মিল থাকলে সে পুরুষ হোক কী মহিলা, ভোটের দিন ঘুরে ঘুরে একাধিক বুথে গিয়ে ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে একজন ভোটার ২০টিরও বেশি বুথে গিয়ে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে প্রকৃত ভোটার ভোটদানে বঞ্চিত হতে পারেন বলেও কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। সেই কারণেই খুব দ্রুত এই রকম ৯ লক্ষ ভোটার কার্ড চিহ্নিত করে তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে বড় রায় হাইকোর্টের, নির্দেশ রাজ্যকে

চলুন এবার দেখে নেওয়া যাক এই ভুয়ো ভোটার কার্ড কোন কোন জেলা থেকে সব থেকে বেশি উদ্ধার হয়েছে। সবার আগে আসা যাক রাজ্যের সর্ব বৃহৎ জেলা উত্তর ২৪ পরগনা জেলার কথায়। জেলায় লোকসভা কেন্দ্র রয়েছে ৫টি। বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩৩। সেই জেলা থেকেই উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড। তার পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনা। সেখানে লোকসভা কেন্দ্রের সংখ্যা ৪, বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩১। ওই জেলা থেকে রাজ্যের মধ্যে সর্বাধিক ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সংখ্যাটা দেড় লক্ষেরও বেশি। কলকাতার পাশের জেলা হাওড়া। সেখানে লোকসভা কেন্দ্রের সংখ্যা ২, বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৬। সেখান থেকে উদ্ধার হয়েছে ৬৮ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড। এরপরেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে রয়েছে ৩টি লোকসভা কেন্দ্র ও ২২টি বিধানসভা কেন্দ্র। ওই জেলা থেকে ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হওয়ার সংখ্যা ৬০ হাজারের বেশি। হুগলি জেলায় রয়েছে ৩টি লোকসভা কেন্দ্র ও ১৮টি বিধানসভা কেন্দ্র। সেই জেলা থেকে উদ্ধার হয়েছে ৫২ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই রকম ৪৪ হাজার ও নদিয়া জেলা থেকে এইরকম ৪০ হাজার ভুয়ো ভোটার কার্ড উদ্ধার করেছে কমিশন। আর এই সংখ্যাগুলিই কার্যত বলে দেয় যে কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের জয়-পরাজয় নিষ্পত্তি করতে তা কতটা প্রভাব ফেলে দিচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর