এই মুহূর্তে




অসুস্থ হতেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ, নামা মাত্রই ইরাকি কিশোরির মৃত্যু




নিজস্ব প্রতিনিধিঃ বিমানে উড্ডয়নের সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে যাঁরা নতুন বিমান ভ্রমণ করছেন তাঁদের ক্ষেত্রে প্রথম বিমান ভ্রমণ অগ্নিপরীক্ষার সময়। যাই হোক, মাঝে মাঝেই শোনা যায়, বিমানে অসুস্থ হয়ে পড়েছে যাত্রী। আর চিকিৎসার স্বার্থে তখন বিমানটিকে গন্তব্যে যাওয়ার আগেই জরুরী অবতরণ করাতে হয় কোনও না কোনও বিমানবন্দরে। এবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা। বুধবার (২৫ সেপ্টেম্বর) মাঝ আকাশে আচমকাই একজন ইরাকি কিশোরী অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয় ইরাকি এয়ারওয়েজের একটি বিমানকে। এরপরেই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা বিমানবন্দরে। জানা গিয়েছে, মৃত ১৬ বছর বয়সী ইরাকি কিশোরীর নাম ডেকান সমীর আহমেদ। সে মঙ্গলবার বাগদাদ থেকে চিনের গুয়াংঝৌ যাওয়ার জন্য ইরাকি এয়ারওয়েজের ওই বিমানে যাত্রা করেছিলেন। আর বিমানেই সে আচমকা অসুস্থ হয়ে পড়ে এবং তার পর গন্তব্যে যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানবন্দর সূত্রে খবর, বুধবার রাতে বাগদাদ থেকে গুয়াংঝৌর পথে রওনা দিয়েছিল ইরাকি এয়ারওয়েজের বিমান AIW473। সেই বিমানের যাত্রী ছিল ১৬ বছরের কিশোরী ডেকান সমীর আহমেদ। গতকাল রাত ঠিক ১০ টা ১৮ মিনিট নাগাদ যখন কলকাতার আকাশ দিয়ে বিমানটি যাচ্ছিল, সেই সময়ই ইরাকি কিশোরী তাঁর নিজের আসনেই অচৈতন্য হয়ে পড়ে। আর তাঁকে ওই অবস্থায় দেখামাত্রই সহকারী যাত্রীরা কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করে। সেই মতো কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করলে বিমানটিকে ঘুরিয়ে কলকাতার বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয় STC-র অনুমোদনে।

এরপর বিমানটিকে ৭ নম্বর পার্কিং বে তে পার্ক করানো হয়। বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকেরা দ্রুততার সঙ্গে পৌঁছে যায় ওই বিমানে। প্রাথমিক চিকিৎসায় কিশোরীর কোনও রকম সাড়া না মেলায়, তাঁকে এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরে বিমানটি ৯৭ জন যাত্রী ও ১৫ কেবিন ক্রু নিয়ে রাত ১টা ১৮মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। ওই বিমানযাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসা মাত্রই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এখানে প্রশ্ন উঠছে যে, মেয়েটি কি একাই বাগদাদ থেকে গুয়াংঝৌ যাচ্ছিল নাকি তাঁর সঙ্গে কেউ ছিল? তবে এসব তথ্য এখনও জানা যায়নি। তার পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র থেকে বের করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চতুর্থীতে অসুর হয়ে হাজির হচ্ছে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর