30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:35 pm
নিজস্ব প্রতিনিধি: জরুরি অবতরণ করল বিমান। দিল্লি থেকে ডিব্রুগড় যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে (AIRPORT) অবতরণ করে বিমানটি। পরে অবশ্য আবারও তার গন্তব্যে রওনা দেয় ওই বিমান।
জানা গিয়েছে, রবিবার কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে দিল্লি থেকে ডিব্রুগড়গামী ভিস্তারা বিমানের ইউকে ৭৪১। এক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছিলেন। তার জেরেই পাইলটকে বলে ওই বিমান অবতরণ করানো হয়। খবর, ওই বিমানে ছিলেন ১৪৯ জন যাত্রী এবং ৬জন কেবিন ক্রু।
৬জনের মধ্যে ১ কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি বিষয়টি পাইলটকে জানানো হয়। এরপর পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করেন। সবুজ সংকেত মেলার পরে কলকাতা বিমানবন্দরের মেডিক্যাল গ্রাউন্ডে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। পরবর্তী ক্ষেত্রে যাত্রী এবং অন্যান্য কেবিন ক্রুদের সঙ্গে নিয়ে বিমান আবার রওনা দেয় ডিব্রুগড়ের উদ্দেশ্যে।