28ºc, Haze
Friday, 24th March, 2023 9:22 pm
নিজস্ব প্রতিনিধি: আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu) রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডির আবেদন শীর্ষ আদালত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।
ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu)। বুধবার সেই মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সঞ্জয় বসুর রক্ষাকবচের মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয়কে কোনও নোটিস দিতে পারবে না ইডি। তাঁর অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, কোনও কিছু বাজেয়াপ্তও করতে পারবে না তারা।’
উল্লেখ্য ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সঞ্জয়ের আলিপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। গত ১ মার্চ তাঁকে দিনভর জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ওইদিন তাঁর বাড়িতে প্রায় ২৩ ঘণ্টা ধরে তল্লাশি চালান গোয়েন্দারা। সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসু জানান, সঞ্জয় বসু ভুয়ো অর্থনৈতিক সংস্থা সংক্রান্ত একাধিক মামলায় রাজ্য সরকারের আইনজীবী ছিলেন। সেই কারণে তাঁকে বার বার হেনস্থা করার চেষ্টা করছে ইডি।